হোম > চাকরি

দক্ষিণ কোরিয়া মৌসুমি শ্রমিক নেবে ২০০ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রদেশে কৃষি ও মৎস্য খাতে মৌসুমি শ্রমিক হিসেবে ২০০ জন বাংলাদেশি শ্রমিক নেওয়া হবে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এ নিয়োগ সম্পন্ন হবে। কেবল রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর প্রার্থীরা আবেদন করতে পারবেন।

মাসিক বেতন: আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা। মেয়াদ ৫ মাস। কর্মঘণ্টা হবে ৮ ঘণ্টা। বয়সসীমা ৩০-৪৫ বছর। আবেদনের শেষ সময় ১৭ অক্টোবর ২০২২।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের গুগল ডকস ফরমে আবেদন করতে হবে। তথ্য প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনে প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ করা হবে। 

বোয়েসেল জানিয়েছে, এ নিয়োগে প্রকৃত কৃষক দম্পতিকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর পাসপোর্টের মেয়াদ ন্যূনতম ২০.১০. ২০২৩ তারিখ পর্যন্ত থাকতে হবে। গুগল ডকস ফরমে তথ্য দাখিল করা প্রার্থীদের মধ্য থেকে বাছাই করে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীদের নিম্নবর্ণিত কাগজপত্র আগামী ২৫ কর্মদিবসের মধ্যে প্রস্তুত রাখতে হবে (চাহিবামাত্র দাখিল করতে হবে)।

  • জেলা প্রশাসকের দেওয়া উপজাতি সম্প্রদায় সনদ (ইংরেজিতে)।
  • উপজেলা কৃষি কর্মকর্তার দেওয়া কৃষি ও মৎস্য চাষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতার সনদ দাখিল করতে হবে (ইংরেজিতে)।
  • নিজ জেলার সিভিল সার্জনের দেওয়া (সংযুক্ত) মেডিকেল সনদ।
  • Prescription Point, বনানী, ঢাকা থেকে (খালি পেটে)
  • যক্ষ্মা টেস্টের সনদ (টেস্টের রিপোর্ট পেতে ৭ দিন সময় লাগে)।
  • পুলিশ ক্লিয়ারেন্স সনদ।
  • মূল পাসপোর্ট এবং পাসপোর্টের রঙিন ফটোকপি।
  • মূল NID এবং NID-এর রঙিন ফটোকপি।
  • করোনা সনদের কপি।
  • পাসপোর্ট সাইজ তিন কপি রঙিন ছবি (রঙিন পোশাকে ব্যাকগ্রাউন্ড সাদা, চশমা ও অলংকার ছাড়া, দুই কান দৃশ্যমান হতে হবে)।
  • ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী ছাড়া কারও আবেদন গ্রহণযোগ্য নয়। 

ইতিমধ্যে অন্যান্য জেলার যাঁরা আবেদন করেছেন, তাঁদের নিয়োগ প্রক্রিয়া এ বছর সম্পন্ন হবে না, তবে নিয়োগকর্তার চাহিদা মোতাবেক ২০২৩ সালে হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, নিয়োগের বিষয়ে নিয়োগকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত। নির্ধারিত গুগল ডকস-এ চাহিত তথ্য ইংরেজিতে (capital letter-এ পাসপোর্ট অনুসারে) দাখিল করতে হবে: https://forms. gle/pqU 5 duaL 6 h 641 Ktq 8 

সার্ভিস চার্জ:

  • বোয়েসেলের সার্ভিস চার্জ বাবদ ১৫,০০০ টাকা, ভাট, ট্যাক্স, ভিসা, স্মার্ট কার্ড, কল্যাণ তহবিল, বিমা, ডেটাবেইস রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি ৰাবদ ১৪,৮৯০ টাকাসহ মোট ২৯,৮৯০ টাকা প্রদান করতে হবে।
  • নির্বাচিত প্রার্থীদের জামানত বাবদ ৫০,০০০ টাকা (ফেরতযোগ্য) প্রদান করতে হবে।
  • সংশ্লিষ্ট প্রার্থী ও অভিভাবক/সুপারিশকারীর কাছ থেকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা গ্রহণ করা হবে।
  • নির্ধারিত সময় শেষে ফিরে না এলে জামানত বাজেয়াপ্ত করা হবে। এ ছাড়া সংশ্লিষ্ট কর্মী এবং তাঁর অভিভাবক/সুপারিশকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • বাছাই প্রক্রিয়া সম্পন্ন হলে নিয়োগকর্তার CCVI/ভিসা-সংক্রান্ত কার্যাদির জন্য প্রমাণ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় কাগজপত্র বোয়েসেল গ্রহণ করবে। 

সূত্র: বোয়েসেলের ওয়েবসাইট

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে ৯ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক: পেছাল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

৪৬তম বিসিএস: বুধ ও বৃহস্পতিবারের মৌখিক পরীক্ষা স্থগিত

প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ

মধুমতি ব্যাংকে রিটেইল বিজনেস অ্যাসোসিয়েট পদে চাকরির সুযোগ

বাংলাদেশ স্কাউটসে চাকরির সুযোগ

চাকরির সুযোগ দেবে শিল্পকলা একাডেমি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি

৫০ কর্মী নেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, এসএসসি পাসে আবেদন

ইউজিসির স্থগিত নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ