হোম > চাকরি

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়েই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হরতাল বা অবরোধের মতো চলমান রাজনৈতিক কর্মসূচির কারণে ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। আজ বৃহস্পতিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে এ তথ্য জানান।

আনন্দ কুমার বলেন, হরতাল বা অবরোধের মতো চলমান রাজনৈতিক কর্মসূচির কারণে ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর কোনো পরিকল্পনা নেই। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে। ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি ৫৩৯ জন নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। এরপর ৪৩৭ জন শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন। এ ছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

এর আগে ২১ নভেম্বর রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে ২৭ নভেম্বর থেকে অনুষ্ঠেয় ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা নির্বাচনের পরে নেওয়ার দাবি জানান পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের একটি প্রতিনিধিদল নির্বাচন ভবনে এসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে এ দাবি জানান।

প্রায় ৫০ জন পরীক্ষার্থী তাঁদের দাবি নিয়ে আসেন নির্বাচন ভবনে, যাঁরা সবাই প্রিলিমিনারি উত্তীর্ণ বলে নিজেদের দাবি করেন। তাঁদের একজন এস এম হামিদুল্লাহ কায়সার সাংবাদিকদের বলেন, ‘যেহেতু রাজনৈতিক পরিস্থিতি খারাপ, তাই আমরা পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছি।

কল সেন্টার এজেন্ট পদে চাকরি দেবে ট্রাস্ট ব্যাংক

সিটি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

সার্ভিস এক্সপার্ট পদে কর্মী নেবে ওয়ালটন

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে ৩৭ পদে নিয়োগ

নিয়োগকর্তার বিশ্বাস অর্জন করবেন যেভাবে

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে ৯ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক: পেছাল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

৪৬তম বিসিএস: বুধ ও বৃহস্পতিবারের মৌখিক পরীক্ষা স্থগিত

প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ

মধুমতি ব্যাংকে রিটেইল বিজনেস অ্যাসোসিয়েট পদে চাকরির সুযোগ