হোম > চাকরি

প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা পেছাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার কারণে আগামী ২৭ মে অনুষ্ঠিতব্য প্রাথমিকের এই নিয়োগ পরীক্ষা ৩ জুন অনুষ্ঠিত হবে। তবে প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা যথাসময়ে হবে।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম। তিনি বলেন, ‘আগামী ২৭ মে অনুষ্ঠিতব্য ৪৪তম বিসিএস পরীক্ষার্থীদের একটি বড় অংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায়ও অংশ নেবে। তাই প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা পেছানো হয়েছে।’ 

এদিকে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম উপস্থিত থাকবেন। 

দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা ২২ এপ্রিল শুরু হবে। দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে ২০ মে এবং তৃতীয় ধাপের পরীক্ষা ২৭ মের পরিবর্তে ৩ জুন। 

এসিআই মটরসে চাকরি, ৩৮ বছরেও করা যাবে আবেদন

ঢাকায় নিয়োগ দেবে ওয়াটারএইড, বেতন ৯৪ হাজার টাকা

দুই জেলায় কর্মী নেবে আরএফএল, নেই বয়সসীমা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরীক্ষার ফল প্রকাশ

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

ব্যাংক এশিয়া পিএলসিতে চাকরি

ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন ৭৫ হাজার টাকা

সেলস অফিসার নেবে এসএমসি, থাকছে পারফরম্যান্স বোনাস

মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পদে পরীক্ষার সূচি, প্রার্থী ৬১১৩