হোম > চাকরি > সরকারি

নবম গ্রেডে কর্মী নেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

চাকরি ডেস্ক 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। প্রতিষ্ঠানটিতে নবম গ্রেডে প্রশাসনিক অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ২২ জানুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরমে আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: প্রশাসনিক অফিসার (রেজিস্ট্রার অফিস)।

পদসংখ্যা: ৪টি।

শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ বা সিজিপিএ ২.৫ ও স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৫-এর নিচে বা তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে ১০ কপি দরখাস্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সার্টিফিকেটের সত্যায়িত কপি প্রতি সেটের সঙ্গে যুক্ত করে রেজিস্ট্রার বরাবর অফিস চলাকালে জমা দিতে হবে। ৬ টাকা মূল্যের ডাক টিকিটসহ নিজের নাম, ঠিকানা লিখিত ১০ ইঞ্চি বাই×৪ ইঞ্চি সাইজের খামে আবেদন করতে হবে।

আবেদন ফি: ৬০০ টাকা। অগ্রণী ব্যাংকে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)।

সুযোগ-সুবিধা: বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদনের শেষ সময়: ৮ ফেব্রুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

বিনোদন বিভাগে কর্মী নেবে আজকের পত্রিকা, চলছে আবেদন

কর্মী নেবে সাউথইস্ট ব্যাংক, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

অফিসার পদে নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, কর্মস্থল গাজীপুর

১৫ কর্মী নেবে নিটল-নিলয় গ্রুপ, আবেদন অনলাইনে

গণগ্রন্থাগার অধিদপ্তরের ১২ পদের ফল প্রকাশ

পিআর পেশাজীবীদের যেসব দক্ষতা থাকা জরুরি

তুলা উন্নয়ন বোর্ডে ১০ পদে ৩৬ জনের চাকরির সুযোগ

বিকেএসপিতে চাকরির সুযোগ

কর্মী নেবে মিনিস্টার হাই-টেক পার্ক, কর্মস্থল ঢাকা

বৈজ্ঞানিক কর্মকর্তা নেবে এনআইবি