হোম > চাকরি > সরকারি

গণগ্রন্থাগার অধিদপ্তরের পরীক্ষার সূচি পরিবর্তন

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

গণগ্রন্থাগার অধিদপ্তরের ১৩-২০ গ্রেডের ১৭ ক্যাটাগরির ১২৬টি শূন্যপদের নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ২ জানুয়ারির পরিবর্তে এই পরীক্ষা ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

গত ৩০ ডিসেম্বর অধিদপ্তরের মহাপরিচালক মনীষ চাকমা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের ১৩-২০ গ্রেডের ১৭ ক্যাটাগরির ১২৬টি শূন্যপদে নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হয়েছে।

এ ছাড়া বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য ২ জানুয়ারি দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে মর্মে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করে। এমন পরিস্থিতে অধিদপ্তরের বিভাগীয় নির্বাচন কমিটির ষষ্ঠতম সভায় ২ জানুয়ারি রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচির মধ্যে গণগ্রন্থাগার অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা গ্রহণ করা সমীচীন হবে না। ফলে ওই পরীক্ষা আগামী ১০ জানুয়ারি নির্ধারিত সময় ও নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

কর্মী নেবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নেই বয়সসীমা

অভিজ্ঞতা ছাড়াই মধুমতি ব্যাংকে চাকরি, বেতন ৫৫ হাজার টাকা

করপোরেট চাকরিতে প্রবেশের আগে যা জানা জরুরি

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিকেলে নেওয়ার সিদ্ধান্তে দুশ্চিন্তায় চাকরিপ্রার্থীরা

অফিসার নেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন শেষ ৭ জানুয়ারি

প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

কর্মী নেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, আবেদন অনলাইনে

বিজেএসসির নিয়োগ পরীক্ষার সূচি পরিবর্তন

সমন্বিত ৫ ব্যাংকের এমসিকিউ পরীক্ষা ১০ জানুয়ারি

অফিসে চনমনে থাকবেন যেভাবে