হোম > চাকরি

দুইবার স্থগিত হওয়া সমাজকর্মী পদের পরীক্ষা ২১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সমাজসেবা অধিদপ্তরের দুইবার স্থগিত হওয়া ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষা আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দেশের ৬৪ জেলায় একযোগে এই পরীক্ষা নেওয়া হবে। সমাজসেবা অধিদপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে। 

প্রার্থীরা সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। 

২০১৮ সালের ৯ জুলাই ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে নিয়োগ পাবেন ৪৬৩ জন। এর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন। সে হিসাবে একটি পদের বিপরীতে লড়বেন ১ হাজার ৪৩০ জন। 

২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর এই পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছিল। কিন্তু পরীক্ষার তিন দিন আগে তা স্থগিত করা হয়। এরপর ২০২১ সালের ২৪ ডিসেম্বর আবারও এই পরীক্ষার সূচি নির্ধারিত হয়। তবে পরীক্ষার আগের দিন আবার স্থগিত করা হয় এ পরীক্ষা। প্রশ্ন ফাঁসের কারণেই পরপর দুবার পরীক্ষা স্থগিত হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এসিআই মটরসে চাকরি, ৩৮ বছরেও করা যাবে আবেদন

ঢাকায় নিয়োগ দেবে ওয়াটারএইড, বেতন ৯৪ হাজার টাকা

দুই জেলায় কর্মী নেবে আরএফএল, নেই বয়সসীমা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরীক্ষার ফল প্রকাশ

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

ব্যাংক এশিয়া পিএলসিতে চাকরি

ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন ৭৫ হাজার টাকা

সেলস অফিসার নেবে এসএমসি, থাকছে পারফরম্যান্স বোনাস

মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পদে পরীক্ষার সূচি, প্রার্থী ৬১১৩