হোম > চাকরি

গ্যাস ট্রান্সমিশন কোম্পানির তিন পদে কর্মখালি

তিন পদে মোট সাত জনকে নিয়োগ দেবে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। আবেদন করা যাবে ১৯ এপ্রিল ২০২১ পর্যন্ত । 

পদগুলো হল:

১) কানুনগো: চাকরির ধরন-অস্থায়ী।  গ্রেড- ১০। প্রার্থীকে কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর ডিগ্রি , কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। কানুনগো হিসেবে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান হতে কানুনগো হিসেবে অবসর প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ ৬৫ বছর। বেতনস্কেল- ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। সর্বমোট সম্মানী ভাতা ৬৮,৬৬৯ টাকা। পদের সংখ্যা একটি।

২) সার্ভেয়ার: চাকরির ধরন-অস্থায়ী। গ্রেড ১৩। প্রার্থীকে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে সার্ভে ইন ডিপ্লোমা পাশ । সার্ভেয়ার হিসেবে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি,আধা-সরকারি প্রতিষ্ঠান হতে কানুনগো হিসেবে অবসর প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ ৬৫ বছর। বেতনস্কেল- ১১,০০০-২৬,৫৯০ টাকা। সর্বমোট সম্মানী ভাতা ৫০,২১৪ টাকা। পদের সংখ্যা দুই।   

৩) চেইনম্যান: চাকরির ধরন- চুক্তিভিত্তিক। গ্রেড-১৭। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হতে এক বছর মেয়াদী সার্ভে বা আমিনশীপ কোর্সে উত্তীর্ণ। চেইনম্যান হিসেবে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: যেকোন স্থান

আবেদন পত্র সংগ্রহ করে আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা:  উপ-মহাব্যবস্থাপক ( নিয়োগ ও প্রশিক্ষণ), গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জেটিসিএল), এগ-১৮/এ, লেভেল-৯, শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকা, আগারগাঁও , ঢাকা-১২০৭।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৮৬ জনের চাকরি

১০ পদে চাকরি দেবে বিএসটিআই

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি

এক্সিকিউটিভ নেবে আখতার গ্রুপ, নিয়োগ ৬ জেলায়

কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ শিশু হাসপাতাল

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, ৫০ বছরেও করা যাবে আবেদন

জ্বালানি কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার সূচি

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের পরীক্ষা ৩১ জানুয়ারি

এসিআই মটরসে চাকরি, ৩৮ বছরেও করা যাবে আবেদন

ঢাকায় নিয়োগ দেবে ওয়াটারএইড, বেতন ৯৪ হাজার টাকা