হোম > চাকরি > সরকারি

বিজ্ঞান জাদুঘরের মৌখিক পরীক্ষা ৩ ফেব্রুয়ারি

চাকরি ডেস্ক 

ছবি: সংগৃহীত

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়। সূচি অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৯ জানুয়ারি জাদুঘরের উপপরিচালক (উপসচিব) ও নিয়োগ বা পদোন্নতি বা সিলেকশন গ্রেড প্রদানবিষয়ক বাছাই কমিটি-১-এর সদস্যসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) এবং সহকারী প্রোগ্রামার। এতে মোট ২২ জন প্রার্থী অংশ নেবেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

এর আগে, ২৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এসব পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত প্রার্থীদের মৌখিক পরীক্ষা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সভাকক্ষে আগামী ৩ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে অনুষ্ঠিত হবে। প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ পরিবর্তিত তারিখ ও সময়ে প্রার্থীদের উপস্থিত হওয়ার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

অফিসার পদে কর্মী নেবে এনসিসি ব্যাংক, চলছে আবেদন

৫০ হাজার টাকা বেতনে আন্তর্জাতিক সংস্থায় চাকরি, কর্মস্থল কক্সবাজার

বিমা কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার সূচি

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষার সূচি প্রকাশ, প্রার্থী ২৯৯

কলকারখানা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

একটি সম্ভাবনাময় পেশা ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট: পর্ব-১

কর্মক্ষেত্রে নিজেকে অনুপ্রাণিত রাখার কৌশল

বিনোদন বিভাগে কর্মী নেবে আজকের পত্রিকা, চলছে আবেদন

কর্মী নেবে সাউথইস্ট ব্যাংক, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

অফিসার পদে নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, কর্মস্থল গাজীপুর