হোম > ইসলাম

অজুর পানিতে ঝরে পড়ে অদেখা গুনাহ

আবরার নাঈম 

অজু। ছবি: সংগৃহীত

পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। আর পবিত্রতা অর্জনের মাধ্যম হলো অজু। হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুল ((সা.)) বলেন, ‘পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। আর হারাম উপায়ে প্রাপ্ত সম্পদের সদকাও কবুল হয় না।’ (জামে তিরমিজি: ১)

অন্য হাদিসে অজুর গুরুত্ব বর্ণিত হয়েছে এভাবে, হজরত জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেন, ‘জান্নাতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হচ্ছে অজু।’ (জামে তিরমিজি: ৪)। অর্থাৎ চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না। তদ্রূপ পবিত্রতা ছাড়াও নামাজ হয় না।

অজু একটি স্বতন্ত্র ইবাদত। অজুতে রয়েছে বহুবিধ উপকার। নিম্নে তা প্রদত্ত হলো—

১. কিয়ামতের দিন হাত-পা ও চেহারার উজ্জ্বলত: নুআইম মুজমির (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা (রা.)-এর সঙ্গে মসজিদের ছাদে উঠলাম। অতঃপর তিনি অজু করে বললেন, ‘আমি আল্লাহর রাসুল (সা.)-কে বলতে শুনেছি—কিয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় আহ্বান করা হবে যে, অজুর প্রভাবে তাদের হাত-পা ও মুখমণ্ডল উজ্জ্বল থাকবে। তাই তোমাদের মধ্যে যে এ উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে, সে যেন তা করে। (সহিহ্ বুখারি: ১৩৬)

২. গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধি: হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘আমি কি তোমাদের বলব না, আল্লাহ তাআলা কি দিয়ে গুনাহ মুছে দেন এবং মর্যাদা বাড়িয়ে দেন?’ সাহাবাগণ বললেন, ‘হে আল্লাহর রাসুল, হ্যাঁ (বলে দিন)।’ তিনি বললেন, ‘কষ্ট থাকার পরেও ভালোভাবে অজু করা, মসজিদের দিকে বেশি বেশি যাতায়াত করা এবং এক নামাজ শেষ করে পরবর্তী নামাজের জন্য অপেক্ষায় থাকা। আর এটাই হল ‘রিবাত’ (প্রস্তুতি)।’ (জামে তিরমিজি: ৫১)

জানাজায় নারীদের অংশগ্রহণ বিষয়ে ইসলাম যা বলে

জানাজায় অংশগ্রহণকারীদের জন্য যে সুসংবাদ দিয়েছেন নবীজি (সা.)

লাশ দেখে যে দোয়া পড়বেন

রজব মাসে যে দোয়া পড়তেন নবীজি (সা.)

আজকের নামাজের সময়সূচি: ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব

প্রিয়জনের মৃত্যুতে শোক পালনে ইসলামের নির্দেশনা

ইসলাম ও মুসলমানদের স্বার্থরক্ষায় খালেদা জিয়ার অনন্য কিছু উদ্যোগ

কারও মৃত্যুর সংবাদ শুনলে যে দোয়া পড়বেন

শীতকালে কখন তায়াম্মুম করা যাবে, কখন যাবে না