হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

দুর্ঘটনাস্থল পরিদর্শনে বাইডেন, বাল্টিমোর সেতু পুনর্নির্মাণের প্রতিশ্রুতি 

বাল্টিমোর সেতু পুনর্নির্মাণে সর্বাত্মক চেষ্টার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর সেতু ধসের ঘটনাস্থল পরিদর্শনের সময় এ মন্তব্য করেন তিনি। সেতু ধসের এ ঘটনায় ছয়জন নিহত হয়েছিলেন। 

ফ্রান্সিস স্কট ব্রিজ নামের এই সেতুর ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে বাইডেন বলেন, ‘আমি এখানে বলতে এসেছি, আপনাদের দেশ আপনাদের সঙ্গে আছে।’ এখনো আঘাতকারী বিশাল পণ্যবাহী জাহাজের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে ভেঙে পড়া সেতুটি। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, নির্বাচনের বছরে অর্থনৈতিক বিপর্যয় সীমিত করার চেষ্টা করছে বাইডেন প্রশাসন। বাইডেন বলেন, আগামী মে মাসের শেষের দিকে আমেরিকার বৃহত্তম বন্দরগুলোর একটিতে সরাসরি প্রবেশ করতে পারে এমন একটি নতুন চ্যানেল খুলে দেওয়া হবে। 

গত ২৬ মার্চ বাল্টিমোর হারবারে দুর্ঘটনার ব্যাপকতার মাত্রা আকাশ থেকে দেখার জন্য মার্কিন প্রেসিডেন্ট নিজের হেলিকপ্টার মেরিন ওয়ানে করে সেতুর ধ্বংসাবশেষের ওপর দিয়ে উড়ে যান। ঘটনাস্থল পরিদর্শনের সময় উদ্ধারকর্মীদের কাছ থেকে ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা শুনে নেন। বন্দরে অন্যান্য জাহাজ যাতায়াতের বিকল্প পথ তৈরির জন্য নদী থেকে হাজার হাজার টন ধ্বংসাবশেষ অপসারণের কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। 

বাইডেন বলেন, ‘আকাশ থেকে আমি ভেঙে পড়া সেতু দেখতে পেলেও স্থলে ঐক্যবদ্ধ এক জনগোষ্ঠী দেখতে পেয়েছি।’ 

সিঙ্গাপুরের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ডালি সেতুর কলামে ধাক্কা দেওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে সেতুটি। এতে কয়েকটি গাড়ি নদীতে পড়ে যায় এবং ছয় শ্রমিকের মৃত্যু হয়। 

কংগ্রেসকে সেতু পুনর্নির্মাণের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে বাইডেনের পরিকল্পনা সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন এই ডেমোক্র্যাট প্রতিনিধি। যদিও বর্তমানে বাইডেনের উত্থাপিত সব বিলই আটকে দিয়ে ক্যাপিটল হিলে অচলাবস্থা তৈরি করে রেখেছে রিপাবলিকানরা। 

৮১ বছর বয়সী প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এর অর্থায়নের ব্যবস্থা করবই। আমরা যত দ্রুত সম্ভব এই সেতু পুনর্নির্মাণের সর্বাত্মক চেষ্টা করব।’

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প