হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে ৪ মুসলিম হত্যায় জো বাইডেনের নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যে চারজন মুসলিম পুরুষকে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রোববার এক টুইটার পোস্টের মাধ্যমে বাইডেন নিন্দা জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। 

জো বাইডেন টুইটার পোস্টে লিখেছেন, ‘আলবুকার্কের চার মুসলিম পুরুষের ভয়ংকর হত্যাকাণ্ডে আমি ক্ষুব্ধ ও দুঃখিত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই। আমাদের প্রশাসন দৃঢ়ভাবে মুসলিম সম্প্রদায়ের পাশে আছে। এ ধরনের ঘৃণ্য হামলার কোনো স্থান আমেরিকায় নেই।’ 

পুলিশকে উদ্ধৃত করে বাইডেন লিখেছেন, প্রাথমিক তদন্তে এ হামলাকে বিদ্বেষমূলক হামলা বলে মনে করছে মার্কিন পুলিশ। 

আলবুকার্ক শহরের পুলিশ জানিয়েছে, তারা এ হত্যাকাণ্ডের তদন্ত করছে এবং চারটি হত্যার সঙ্গে পারস্পরিক যোগসূত্র আছে বলে সন্দেহ করছেন তাঁরা। 

গত ৯ মাসে যুক্তরাষ্ট্রে ৪ জন মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 

মার্কিন পুলিশ এক বিবৃতিতে বলেছে, ২০২১ সালের ৭ নভেম্বর আফগানিস্তানের এক মুসলিম ব্যক্তিকে আলবুকার্কে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের সঙ্গে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। 

নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুজান গ্রিশাম এই হত্যাকাণ্ডে ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তদন্তে সহায়তা করার জন্য আলবুকার্কে অতিরিক্ত পুলিশ পাঠানো হচ্ছে।

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা