হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইসরায়েল-গাজা যুদ্ধে বাইডেনের নীতিতে ক্ষুব্ধ স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তার পদত্যাগ

ইসরায়েলে সামরিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রাজনৈতিক-সামরিকবিষয়ক ব্যুরোর পরিচালক জশ পল। তিনি বলেছেন, মার্কিন সমর্থিত গাজা যুদ্ধ ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়ের জন্য আরও দুর্ভোগের কারণ হবে। কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে খবরটি জানানো হয়েছে।

গত বুধবার অনলাইনে প্রকাশিত একটি নোটে জশ পল লিখেছেন , কয়েক দশক ধরে ওয়াশিংটনের করা ভুলের পুনরাবৃত্তি করছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। তিনি লিখেছেন, ‘ইসরায়েল যে প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং দখলদারি বজায় রাখতে যে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র, তাতে কেবল ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় জনগণকে আরও গভীর দুর্ভোগের দিকে ঠেলে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমার ভয় হচ্ছে, বিগত দশকগুলোতে যে ভুল আমরা করেছি,, তারই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। আমি তাই এর অংশ হিসেবে আর থাকতে চাই না। বাইডেন প্রশাসনের একচোখা নীতি অনুসরণ করে নেওয়া সিদ্ধান্তগুলো অদূরদর্শী, ধ্বংসাত্মক, অন্যায্য এবং আমরা প্রকাশ্যে যে মূল্যবোধকে সমর্থন করি তার সম্পূর্ণ বিপরীত।’

১১ বছরেরও বেশি সময় ধরে মার্কিন মিত্রদের কাছে অস্ত্র সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন জশ পল। তিনি সেই নোটে আরও লিখেছেন, ‘যে কাজে আমি যুক্ত তাতে নৈতিক জটিলতা ও নীতিগত আপসের মতো বিষয়গুলো যে জড়িত তা আমি জানতাম। তবে নিজেকে এই প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, যত দিন পর্যন্ত ভালো কাজ দিয়ে খারাপ কাজকে ছাপিয়ে যেতে পারব, তত দিনই থাকব।’

পল আরও বলেন, ‘আমি আজ চলে যাচ্ছি। কারণ আমি বিশ্বাস করি, যেভাবে সবকিছু চলছে তাতে ইসরায়েলকে বেশি পরিমাণে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের বিষয়ে দর-কষাকষির শেষ পর্যায়ে পৌঁছেছি।’

দ্য নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে পল বলেছিলেন, ‘শত্রুদের একটি প্রজন্মকে হত্যা করার যে স্বাধীনতা ইসরায়েলকে দেওয়া হয়েছে, তাতে কেবল নতুন আরেক প্রজন্মের শত্রুই তৈরি হবে। কিন্তু এতে যুক্তরাষ্ট্রের স্বার্থ পূরণ হবে না। যেকোনো মূল্যে নিরাপত্তা নিশ্চিতের কথা বলছে ইসরায়েল। বিনিময়ে কেড়ে নেওয়া হচ্ছে বেসামরিক ফিলিস্তিনিদের প্রাণ। এতে কখনো নিরাপত্তা নিশ্চিত হয় না।’

উল্লেখ্য, ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান, স্থল এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮৫৯।

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা