হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

তালেবানের বিরুদ্ধে আফগান নেতাদের লড়াই করার আহ্বান বাইডেনের 

বিদ্রোহী গোষ্ঠী তালেবানের হাত থেকে জাতিকে রক্ষার জন্য আফগান নেতাদেরকে লড়াই করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বাইডেন এই আহ্বান জানান। 

স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের রাজধানী পুল-ই-খুমরি নিয়ন্ত্রণে নিয়েছে তালেবানেরা। বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীটি এ পর্যন্ত আফগানিস্তানের ৬৫ শতাংশ এলাকা দখলে নিয়েছে বলে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ ইউরোপীয় ইউনিয়ন কর্মকর্তা। 

জানা গেছে,  গত এক সপ্তাহে এখন পর্যন্ত আফগানিস্তানের সাতটি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান। 

এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, আফগান নেতাদের এগিয়ে আসতে হবে। তাঁদের নিজেদের জন্য লড়তে হবে, জাতির জন্য লড়তে হবে।    
 
মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে তাঁর কোনো আফসোস নেই। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ বছরে যুক্তরাষ্ট্র সরকার আফগানিস্তানে ১ ট্রিলিয়ন ডলার খরচ করেছে। আর সেখানে তাদের হাজার হাজার সেনার মৃত্যু হয়েছে। 

বাইডেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য হারে আফগান সেনাদের বেতন, খাবার, অস্ত্রসরঞ্জাম দিয়ে যাচ্ছে। 

এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশের নাগরিকদেরকে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আহ্বান জানিয়েছেন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাজার-ই-শরিফ এবং কাবুলের মধ্যবর্তী প্রদেশের রাজধানী আইবাকে সরকারি ভবন দখলের দিকে এগোচ্ছে তালেবান। সেখান থেকে বেশির ভাগ আফগান সেনাই সরে গেছে। 

শের মোহামেদ আব্বাস নামে একজন ট্যাক্স অফিসার বলেন, এখন আমাকে হয়ে গ্রেপ্তার হয়ে গৃহবন্দী থাকতে হবে অথবা কাবুলে যাওয়ার উপায় খুঁজতে হবে। তবে কাবুলও এখন নিরাপদ নয়। 

এদিকে তালেবানের একজন মুখপাত্র গতকাল মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, তালেবান সমঝোতায় যেতে চায়। দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া শান্তিচুক্তির ভাঙন চায় না তালেবানেরা।

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ