হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইসরায়েল বিলুপ্ত করে শাসনভার ফিলিস্তিনিদের হাতে দেওয়ার পক্ষে অধিকাংশ মার্কিন তরুণ

গাজায় চলমান সংকটের সমাধান চাইলে ইসরায়েল রাষ্ট্রকে বিলুপ্ত করে এর শাসনভার হামাস ও ফিলিস্তিনি জনগণের হাতে দিয়ে হতে হবে। এমনটাই মনে করেন অধিকাংশ মার্কিন তরুণ, যাঁদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। সাম্প্রতিক এক জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে। 

জরিপটি পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আমেরিকান পলিটিক্যাল স্টাডিজ (ক্যাপস), শিকাগোভিত্তিক থিংকট্যাংক দ্য হ্যারিস পোল এবং বাজার গবেষণাপ্রতিষ্ঠান হ্যারিস এক্স। জরিপটি প্রকাশিত হয়েছে, গত শুক্রবার। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জরিপ অনুসারে, ৫১ শতাংশ মার্কিন তরুণ মনে করেন, ইসরায়েল রাষ্ট্রকে বিলুপ্ত করতে হবে। বিপরীতে মাত্র ৩২ শতাংশ তরুণ দ্বিরাষ্ট্রীয় সমাধানকে উপযুক্ত সমাধান বলে মনে করেন। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ১৭ শতাংশ মনে করেন, আরব দেশগুলোর উচিত ফিলিস্তিনিদের নিজেদের সঙ্গে একীভূত করে নেওয়া যাতে এই সংকট শেষ হয়। 

তবে জরিপে অংশ নেওয়াদের সব বয়সীর মধ্যে প্রতি ১০ জনের ৬ জন মনে করেন, দ্বিরাষ্ট্রীয় সমাধান কার্যকর। বিপরীতে ১৯ শতাংশ উত্তরদাতা মনে করেন ইসরায়েলকে ফিলিস্তিনের সঙ্গে মিশিয়ে ফেলা উচিত। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ ইসরায়েল ও ইহুদি জনগণের ব্যাপারে মার্কিন তরুণ ও বয়স্কদের মধ্যে নাটকীয় বিভাজন উঠে এসেছে সর্বশেষ জরিপটিতে।

গত সপ্তাহে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট ও জরিপ প্রতিষ্ঠান ইউগভ মিলে একটি জরিপ চালিয়েছিল। সেখানে দেখা গেছে, ৩০ বছরের কম বয়সী মার্কিন প্রাপ্তবয়স্কদের প্রায় অর্ধেকই বিশ্বাস করে, জার্মান নাৎসি বাহিনী যে ইহুদি গণহত্যা ঘটিয়েছে তা পৌরাণিক কোনো কাহিনি আর না হয়, তারা নিশ্চিত নয় যে এটি আদৌ ঘটেছে কি না। 

যা হোক, হার্ভার্ড-হ্যারিস জরিপে উঠে এসেছে যে ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের দুই-তৃতীয়াংশ বলেছেন, ইহুদিরা নিপীড়ক ও তাদের সঙ্গে নিপীড়ক হিসেবেই আচরণ করা উচিত। তবে সব বয়সী মার্কিনের মধ্যে ৭৩ শতাংশই এমন ইহুদিবিরোধী মন্তব্যের সঙ্গে একমত নন। জরিপ অনুসারে, সব বয়সী মার্কিনের মধ্যে ৩৭ শতাংশই মনে করেন, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে।

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা