হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্পকে হত্যার জন্য টাকা জোগাড় করতে বাবা–মাকে খুন, মার্কিন কিশোরের স্বীকারোক্তি

আজকের পত্রিকা ডেস্ক­

নিকিতা ক্যাসাপ। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য টাকা জোগাড় করতে বাবা-মাকে খুন করেছে এক মার্কিন কিশোর। উইসকনসিন অঙ্গরাজ্যের ১৭ বছর বয়সী ওই কিশোর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এমন স্বীকারোক্তিই দিয়েছে। সম্প্রতি উন্মোচিত ফেডারেল ওয়ারেন্টে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

নিকিতা ক্যাসাপ নামের ওই কিশোরের বিরুদ্ধে অভিযোগ, সে শুধু বাবা–মাকে খুন করেই ক্ষান্ত হয়নি, সরকারের পতন ঘটানোরও পরিকল্পনা করেছিল।

গত মাসে ওয়াউকেশা কাউন্টি কর্তৃপক্ষ নিকিতা ক্যাসাপের বিরুদ্ধে সরাসরি হত্যা, চুরি এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনে। তার বিরুদ্ধে অভিযোগ, ফেব্রুয়ারিতে মিলওয়াকির বাইরে নিজেদের বাড়িতে মা তাতিয়ানা ক্যাসাপ এবং সৎ বাবা ডোনাল্ড মেয়ারকে গুলি করে হত্যা করে নিকিতা। এরপর নগদ ১৪ হাজার ডলার, পাসপোর্ট এবং পালিত কুকুর নিয়ে পালায়। এর আগে কয়েক সপ্তাহ ধরে বাবা–মায়ের মৃতদেহের সঙ্গেই বাড়িতে থেকেছে সে। অবশেষে, গত মাসে কানসাসে তাকে গ্রেপ্তার করা হয়।

১০ লাখ ডলার বন্ডে ওয়াউকেশা কাউন্টি জেলে আটক ক্যাসাপকে আগামী মাসে আদালতে হাজির করা হবে। কাউন্টি প্রসিকিউটররা ফেডারেল অভিযোগের একটি আভাস দিয়েছেন। সেটি গত শুক্রবার প্রকাশিত এফবিআই ওয়ারেন্টে (পরোয়ানা) বিশদভাবে বর্ণনা করা হয়েছে।

ফেডারেল কর্তৃপক্ষ ক্যাসাপের বিরুদ্ধে বাবা–মাকে হত্যার পরিকল্পনা, ড্রোন এবং বিস্ফোরক কেনা এবং একজন রুশ ভাষাভাষীসহ অন্যদের সঙ্গে তার পরিকল্পনা শেয়ার করার অভিযোগ এনেছে। অ্যাডলফ হিটলারের প্রশংসামূলক তিন পৃষ্ঠার ইহুদি-বিদ্বেষী ইশতেহারে সে তার উদ্দেশ্য বিশদভাবে বর্ণনা করেছে। মিলওয়াকির ফেডারেল আদালত থেকে জারি করা পরোয়ানায় টিকটক এবং টেলিগ্রাম মেসেঞ্জার অ্যাপে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগের তথ্যও যুক্ত করা হয়েছে।

পরোয়ানায় বলা হয়েছে, ক্যাসাপ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যার আহ্বান জানিয়ে একটি ইশতেহার লিখেছে বলে মনে হচ্ছে। প্রেসিডেন্টকে হত্যা এবং সরকার উৎখাতের ষড়যন্ত্র সম্পর্কে সে বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করেছিল। পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতেই বাবা-মাকে হত্যা করে সে।

আদালতে, প্রসিকিউটররা অভিযোগ করেন, ক্যাসাপ এমন একজনের সঙ্গে যোগাযোগ করেছিল যে রুশ ভাষায় কথা বলে এবং ইউক্রেনে পালানোর একটি পরিকল্পনা শেয়ার করেছিল। কর্তৃপক্ষ তাকে কানসাসে টাকা, পাসপোর্ট, একটি গাড়ি এবং পালিত কুকুরসহ আটক করে।

ফেডারেল প্রসিকিউটররা অভিযোগ করেন, ক্যাসাপের ইশতেহারে ট্রাম্পকে হত্যার কারণ এবং কীভাবে সে ইউক্রেনে থেকে যাবে সে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।

ক্যাসাপের লেখা উদ্ধৃত করে ফেডারেল ওয়ারেন্টে বলা হয়েছে, ওই কিশোর ‘প্রেসিডেন্ট এবং সম্ভবত ভাইস প্রেসিডেন্টকেও সরিয়ে সরকারের পতন ঘটাতে চেয়েছিল।’

ক্যাসাপের আইনজীবী নিকোল ওস্ট্রোভস্কির সঙ্গে ফোন এবং অনলাইনে যোগাযোগের চেষ্টা করেছিল বার্তা সংস্থা এপি। কিন্তু তিনি সাড়া দেননি।

কর্মকর্তারা নিকিতা ক্যাসাপের মা ৩৫ বছর বয়সী তাতিয়ানা ক্যাসাপ এবং ৫১ বছর বয়সী মেয়ারের মৃতদেহ গত ২৮ ফেব্রুয়ারি খুঁজে পান। মেয়ার কাজে না আসায় এবং নিকিতা ক্যাসাপ প্রায় দুই সপ্তাহ ধরে স্কুল কামাই করায় পরিবারের সদস্যরা তাঁদের খোঁজ নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেন।

কর্তৃপক্ষ ধারণা করছে, মরদেহ উদ্ধারের কয়েক সপ্তাহ আগেই বাবা–মাকে হত্যা করেছে নিকিতা ক্যাসাপ। প্রসিকিউটররা আদালতে বলেন, দম্পতির মৃতদেহ এতটাই পচে গিয়েছিল যে দাঁতের রেকর্ড দিয়ে তাদের শনাক্ত করতে হয়েছিল।

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক

বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বুনেছেন ট্রাম্প—ইয়েল বিশেষজ্ঞের সতর্কতা

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা করলেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি: ট্রাম্প