হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মধ্যপ্রাচ্য থেকে সেনা, প্রতিরক্ষা ব্যবস্থা কমিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঢাকা: মধ্যপ্রাচ্য থেকে সেনা এবং প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট অ্যান্টি-মিসাইল ব্যাটারির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর সদর দপ্তর পেন্টাগন। 

বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন প্রশাসনের নির্দেশে মধ্যপ্রাচ্যের ইরাক, কুয়েত, জর্ডান এবং সৌদি আরবে মোতায়েন করা আটটি প্যাট্রিয়ট অ্যান্টি মিসাইল ব্যাটারি ইউনিট তুলে নিচ্ছে পেন্টাগন। পাশাপাশি সৌদি আরবকে উপহার হিসেবে ‘থাড’ নামে যে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করা হয়েছিল সেটিও স্থানান্তরিত করা হচ্ছে বলে পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে। 

 বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট অ্যান্টি মিসাইল ব্যাটারির প্রতিটি ইউনিট পরিচালনা ও রক্ষণাবেক্ষণে শতাধিক সেনা সদস্য ও বেসামরিক কর্মীবাহিনীর প্রয়োজন হয়। সেই হিসেবে অল্প দিনের মধ্যে মধ্যপ্রাচ্যের এই চারটি দেশ থেকে হাজারেরও মার্কিন সেনা ও বেসামরিক কর্মীবাহিনী প্রত্যাহার করা হবে।

এ নিয়ে পেন্টাগনের মুখপাত্র কমান্ডার জেসিকা ম্যাকনাল্টি বার্তাসংস্থা এএফপিকে এ সম্পর্কে বলেন, ‘মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও তাদের সহযোগিতাপূর্ণ মনোভাবের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তানীতির সঙ্গে এই পদক্ষেপ সংগতিপূর্ণ হবে বলে মনে করছে পেন্টাগন।’ 

জেসিকা ম্যাকনাল্টি জানান, মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাহার করে নেওয়া মার্কিন সেনাদের একটি অংশকে বিশ্বের অন্যান্য প্রান্তের মার্কিন সামরিক ঘাঁটিতে বদলি করা হবে। বাকিরা দেশের অভ্যন্তরে সশস্ত্র বাহিনী কমান্ডের অধীন থাকবেন। 

 জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় কিছুটা রদবদল করেছে যুক্তরাষ্ট্র। আগামী সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনাদের প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন বাইডেন। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার নামে ইরাকে মোতায়েন মার্কিন সেনার সংখ্যা গত বছর আড়াই হাজারে নামিয়ে আনে যুক্তরাষ্ট্র। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে সরানো হচ্ছে আফগানিস্তানে মোতায়েন সেনাদেরও। 

যুক্তরাষ্ট্র ইরানকে এখনো মধ্যপ্রাচ্যের বড় হুমকি হিসেবে দেখলেও বর্তমান মার্কিন প্রশাসন তেহরানের সঙ্গে সমঝোতার মাধ্যমে পরমাণু চুক্তি পুনর্বহাল করতে আগ্রহী। এটি হলে ইরানের ওপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞাও প্রত্যাহার হবে।

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা