হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

অতিরিক্ত ইনসুলিন দিয়ে ১৯ রোগীকে হত্যা করেছেন মার্কিন নার্স

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে অতিরিক্ত ইনসুলিন দিয়ে ১৯ রোগীকে হত্যা করেছেন এক নার্স। অভিযুক্ত নার্স হিথার প্রেসদি (৪১) বিভিন্ন পুনর্বাসন কেন্দ্রে কাজ করার সময় এ হত্যাগুলো করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।

প্রেসদির বিরুদ্ধে প্রথমে দুই রোগীকে হত্যা করার অভিযোগ ওঠে। পরবর্তীতে আরও ১৭ রোগীকে হত্যা করার কথা তিনি স্বীকার করেন।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদনে বলা হয়, প্রেসদি ২০২০ সাল থেকে নিজেই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পরও রোগীদের অতিরিক্ত ইনসুলিন দিয়ে আসছেন। এতে ১৭ রোগীর মৃত্যু হয়।

অ্যাটর্নি জেনারেল মিশেল হেনরি প্রেসদির বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রেসদির বিরুদ্ধে দুটি হত্যা, ১৭টি হত্যা চেষ্টা এবং বৃদ্ধাশ্রমের ১৯ ব্যক্তির প্রতি দায়িত্বে অবহেলার অভিযোগ করেছেন। ভুক্তভোগীদের বয়স ৪৩ থেকে ১০৪ বছর।

অ্যাটর্নি জেনারেল হেনরি বলেন, ‘প্রেসদির বিরুদ্ধে অভিযোগগুলো বেশ গুরুতর। রোগীদের যত্ন নেওয়ার জন্য যাদের ওপর ভরসা করা হয় তারাই ইচ্ছাকৃতভাবে এবং কৌশলে রোগীদের এমন ক্ষতি করবে তা বিশ্বাস করতে কষ্ট হয়।’

হেনরি আরও বলেন, ‘ভুক্তভোগী ও তাঁদের প্রিয়জনদের ক্ষয়ক্ষতি ভাষায় প্রকাশ করার মতো নয়। চিকিৎসা কেন্দ্রে থাকা প্রত্যেক রোগীর নিরাপদ বোধ করা উচিত। আমার কার্যালয় অভিযুক্তকে তার অপরাধের জন্য জবাবদিহি করতে এবং পেনসিলভানিয়ার বয়োবৃদ্ধদের ভবিষ্যৎ ঝুঁকি থেকে রক্ষা করতে ক্লান্তিহীনভাবে কাজ করে যাবে।’

এর আগে গত মে মাসে প্রেসদির বিরুদ্ধে তিন রোগীকে অপচিকিৎসা দেওয়ার অভিযোগ ওঠে। এর মধ্যে দুজন মারা যান। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে মোট ২২ রোগীকে অপচিকিৎসা দেওয়ার অভিযোগ ওঠে।

তথ্য প্রমাণের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ গঠিত হয়েছে। মৃত্যুর সঙ্গে জড়িত থাকার সরাসরি প্রমাণের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করা হয়েছে। আর ভুক্তভোগীদের মৃত্যু না হয়ে থাকলে বা মৃত্যুর কারণ নির্ণয় না করা গেলে তাঁর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ গঠন করা হয়েছে।

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া