হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

গ্যাংয়ের দ্বন্দ্বে নিহত ৭৬, এল সালভাদরে জরুরি অবস্থা জারি

এল সালভাদরে সহিংস ঘটনায় মাত্র দুই দিনে ৭৬ জন নিহত হওয়ায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গতকাল রোববার প্রেসিডেন্ট নায়েব বুকেলের অনুরোধে জরুরি অবস্থা অনুমোদন দেন দেশটির আইনপ্রণেতারা। এর আগে সহিংস ঘটনায় গত শুক্রবার ১৪ জন এবং শনিবার ৬২ জন নিহত হয়েছেন মধ্য আমেরিকার ছোট্ট এই দেশটিতে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়, এল সালভাদরে সম্প্রতি দলগত সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শুধু শুক্র ও শনিবারেই নিহত হয়েছেন ৭৬ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল রোববার রাস্তায় নামেন এল সালভেদরের পুলিশ ও সেনাবাহিনী। দেশটির সিকিউরিটি ক্যাবিনেট জানিয়েছে, এরই মধ্যে দুটি পৃথক গ্যাংয়ের চার শতাধিক সদস্যকে আটক করা হয়েছে। গ্যাং দুটির নাম মারা সালভাত্রুচা (এমএস-১৩) ও ব্যারিও ১৮। অভিযোগ রয়েছে, এই দুইটি গ্যাংয়ের সদস্যদের মাধ্যমেই সাম্প্রতিক সহিংস ঘটনাগুলো ঘটছে। 

এদিকে টুইটারে এক পোস্টে এল সালভাদরের ন্যাশনাল সিভিল পুলিশ জানিয়েছে, ‘অপরাধীদের বিরুদ্ধে চলমান এই যুদ্ধ আমরা সহজে থামাব না। অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা পর্যন্ত আমাদের অভিযান চলতেই থাকবে। 

এএফপি জানিয়েছে, জরুরি অবস্থা জারির মাধ্যমে উন্মুক্ত সমাবেশ সীমাবদ্ধ করা এবং আদালতের অনুমতি ছাড়া চিঠিপত্র, টেলিফোন কল ও ই-মেইল আদান-প্রদান সীমিত করেছে এল সালভাদর সরকার। 

এল সালভাদরে সহিংস ঘটনায় প্রাণহানি একটি নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। গত বছরের নভেম্বরে সহিংস ঘটনায় তিন দিনে ৪৫ জন নিহত হয়েছিলেন। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালে এল সালভেদরে ১ হাজার ১৪০টি হত্যাকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে।

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা