হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ই জিন ক্যারলকে ধর্ষণ করেছিলেন ট্রাম্প, মানহানিও করেছেন: আদালত 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা ই জিন ক্যারলের মামলায় ট্রাম্পকে ধর্ষণকারী বলে আখ্যা দিয়েছেন আদালত। পাশাপাশি ট্রাম্পকে অর্থদণ্ড দিতে হবে বলেও জানিয়েছেন। তবে জরিমানার পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের একটি আদালতের বিচারক লুইস কাপলান এ ঘোষণা দেন। 

চার মাস আগে যুক্তরাষ্ট্রের আদালত লেখিকা ই জিন ক্যারলের দায়ের করা ধর্ষণ মামলার রায়ে ডোনাল্ড ট্রাম্প ক্যারলকে যৌন নিপীড়ন করেছিলেন বলে রায় দেন। পরে ডোনাল্ড ট্রাম্প সেই রায় এবং অভিযোগ মানতে অস্বীকার করেন। তারই পরিপ্রেক্ষিতে ই জিন ক্যারল ট্রাম্পের বিরুদ্ধে একটি মানহানি মামলা দায়ের করেন। 

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারলের দায়ের করা দ্বিতীয় সেই মামলার রায়ের উপসংহারে বিচারক বলেন—সাবেক মার্কিন প্রেসিডেন্ট ই জিন ক্যারলকে ধর্ষণ করেছিলেন সেটি নিশ্চিত। তাই এ ক্ষেত্রে আদালতের এখন কেবল একটি কাজই বাকি, তা হলো—তাঁকে কী পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে ক্যারলকে তা নির্ধারণ করা। 

বিচারক লুইস কাপলান তাঁর রায়ে বলেন, ‘আদালত উভয় মামলার সাধারণ বিষয়গুলো আমলে নিয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এসব বিষয়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ই জিন ক্যারলের দায়ের করা যৌন সহিংসতার অভিযোগকে বানোয়াট বলেছেন কি না, তা উল্লেখযোগ্য। তিনি যদি এটি করে থাকেন, তবে তা তিনি সজ্ঞানে করেছেন এবং তাঁর অভিযোগ ছিল মিথ্যা। অথবা তিনি সত্যকে মিথ্যা বানাতে বেপরোয়া হয়ে উঠেছিলেন।’ 

বিচারক কাপলান আরও বলেন, চার মাস আগে ২০১৯ সালে দায়ের করা মামলার রায়ে নির্ধারিত হয়েছে যে ট্রাম্প ক্যারলকে যৌন নিপীড়ন করেছিলেন। তাই এ মামলায় একটি বিষয়ই নির্ধারণ বাকি। সেটি হলো, তাঁর মানহানিকর মন্তব্যের কারণে তাঁকে কী পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। 
 
এই ঘোষণা ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে থাকা ডোনাল্ড ট্রাম্পকে বেশ খানিকটা পিছিয়ে দেবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। এর আগে ২০১৯ সালে ই ক্যারল প্রথমবারের মতো অভিযোগ করেন, ১৯৯৬ সালে একটি প্রসাধনী পণ্যের ড্রেসিংরুমে ডোনাল্ড ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন। তবে ট্রাম্প শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছেন।

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা