হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেনে হামলা হলে চরম মূল্য চোকাতে হবে, পুতিনকে বাইডেন

ইউক্রেনে হামলা চালানো হলে রাশিয়াকে চরম মূল্য চোকাতে হবে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই সতর্কবার্তার কথা জানান বাইডেন।

এর আগে গত বৃহস্পতিবার ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৫০ মিনিট ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

ওই ফোনালাপ ইস্যুতে বাইডেন বলেন, ‘আমি প্রেসিডেন্ট পুতিনকে স্পষ্ট বলেছি যে রাশিয়া যদি আর কোনো পদক্ষেপ নেয়, তাহলে আমাদের কঠোর নিষেধাজ্ঞা থাকবে। আমরা আমাদের ন্যাটো মিত্রদের সঙ্গে ইউরোপে আমাদের উপস্থিতি বাড়াব এবং এর জন্য একটি চরম মূল্য দিতে হবে।

বাইডেন জানান, পুতিন একটি সমাধান খুঁজে পেতে সহায়তা করার জন্য সিনিয়র কর্মীদের সঙ্গে আগামী মাসে তিনটি গুরুত্বপূর্ণ বৈঠকে সম্মত হয়েছেন।

সীমান্তে সেনা বৃদ্ধি হলে রাশিয়াকে নিষেধাজ্ঞা দেওয়া হবে কি না—এমন প্রশ্নে বাইডেন বলেন, ‘আমি এটি জনসমক্ষে আলোচনা করতে চাইছি না। তবে আমরা এটা পরিষ্কার করে দিয়েছি যে পুতিন ইউক্রেনের দিকে যেতে পারবেন না।  

গতকাল শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন বাইডেন। 

হোয়াইট হাউসের পক্ষ থেকে আরও জানানো হয়, বাইডেন ইউক্রেনের প্রতি সমর্থন পুনরায় নিশ্চিত করবেন। রাশিয়ার সামরিক গঠন নিয়ে আলোচনা করবেন এবং ওই অঞ্চলের পরিস্থিতি শান্ত করার জন্য কূটনৈতিক প্রচেষ্টার প্রস্তুতি পর্যালোচনা করবেন।

এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ন্যাটোর মহাসচিব জেনস স্টোলেনবার্গ ও অন্য কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেন ইস্যুতে বৈঠক করেছেন। 

এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কানাডা ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ইস্যুতে বৈঠক করেছেন।

ভিত্তিহীন অভিযোগে হার্ভার্ডের অধ্যাপককে গ্রেপ্তার করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে শ্রম আইন লঙ্ঘন: ৩ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিচ্ছে স্টারবাকস

ট্রাম্পের এমআরআই পরীক্ষার রিপোর্টে যা আছে

‘শিগগির ক্ষমতা ছাড়’—মাদুরোকে ট্রাম্পের আলটিমেটাম