হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

এআইয়ের সাহায্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সেজে তথ্য হাতানোর চেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কণ্ঠ নকল করে ও বার্তা পাঠিয়ে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এক প্রতারক। এই কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছেন তিনি।

আজ মঙ্গলবার (৮ জুলাই) সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ব্যক্তি মার্কো রুবিও সেজে তিনজন বিদেশি মন্ত্রী, যুক্তরাষ্ট্রের একজন গভর্নর ও কংগ্রেসের এক সদস্যের সঙ্গে যোগাযোগ করেছেন। শুধু তাই নয়, রুবিও যে ভাষায় বার্তা লেখেন, এআই ব্যবহার করে তিনি ঠিক তেমনভাবেই লিখেছেন।

এর পেছনে কোন ব্যক্তি ছিলেন—সেটি এখনো খুঁজে বের করা যায়নি। তবে ওই ব্যক্তি উচ্চপদস্থ লোকদের থেকে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

প্রতারক ব্যক্তি সিগন্যাল অ্যাপের মাধ্যমে এ প্রতারণা করার চেষ্টা করেন। যা ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ব্যাপকভাবে ব্যবহার করেন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, তথ্য হাতানোর প্রক্রিয়াটি শুরু হয় জুনের মাঝামাঝি সময়ে। তখন ওই প্রতারক রুবিওর নাম দিয়ে সিগন্যালে ‘marco.rubio@state.gov’ নামে একটি অ্যাকাউন্ট তৈরি করেন। এমন নাম দেখে ওই তিন মন্ত্রী, গভর্নর ও কংগ্রেসের সদস্য কোনো সন্দেহই করেননি।

এর আগে গত মে মাসে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি উইলসের ফোন হ্যাক করে এক হ্যাকার মার্কিন সিনেটর, গভর্নর ও ব্যবসায়ী এক্সিকিউটিভদের ফোন ও বার্তা পাঠান। এর প্রভাবে পরে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্তে নেমেছিল।

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে