হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

এআইয়ের সাহায্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সেজে তথ্য হাতানোর চেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কণ্ঠ নকল করে ও বার্তা পাঠিয়ে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এক প্রতারক। এই কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছেন তিনি।

আজ মঙ্গলবার (৮ জুলাই) সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ব্যক্তি মার্কো রুবিও সেজে তিনজন বিদেশি মন্ত্রী, যুক্তরাষ্ট্রের একজন গভর্নর ও কংগ্রেসের এক সদস্যের সঙ্গে যোগাযোগ করেছেন। শুধু তাই নয়, রুবিও যে ভাষায় বার্তা লেখেন, এআই ব্যবহার করে তিনি ঠিক তেমনভাবেই লিখেছেন।

এর পেছনে কোন ব্যক্তি ছিলেন—সেটি এখনো খুঁজে বের করা যায়নি। তবে ওই ব্যক্তি উচ্চপদস্থ লোকদের থেকে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

প্রতারক ব্যক্তি সিগন্যাল অ্যাপের মাধ্যমে এ প্রতারণা করার চেষ্টা করেন। যা ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ব্যাপকভাবে ব্যবহার করেন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, তথ্য হাতানোর প্রক্রিয়াটি শুরু হয় জুনের মাঝামাঝি সময়ে। তখন ওই প্রতারক রুবিওর নাম দিয়ে সিগন্যালে ‘marco.rubio@state.gov’ নামে একটি অ্যাকাউন্ট তৈরি করেন। এমন নাম দেখে ওই তিন মন্ত্রী, গভর্নর ও কংগ্রেসের সদস্য কোনো সন্দেহই করেননি।

এর আগে গত মে মাসে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি উইলসের ফোন হ্যাক করে এক হ্যাকার মার্কিন সিনেটর, গভর্নর ও ব্যবসায়ী এক্সিকিউটিভদের ফোন ও বার্তা পাঠান। এর প্রভাবে পরে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্তে নেমেছিল।

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের