হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কোথায় গেল পম্পেওর হুইস্কির বোতল, তদন্তে কমিটি

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে একটি হুইস্কির বোতল উপহার দিয়েছিল জাপান। এর দাম ছিল ৫ হাজার ৮০০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় (বর্তমান বিনিময় হার অনুযায়ী) প্রায় ৫ লাখ টাকা। সেটির আর হদিস মিলছে না। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে যুক্তরাষ্ট্র সরকার। 

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের ২৪ জুন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর হুইস্কির বোতলটি পাঠায় জাপান। ওই সময় পম্পেও সৌদি আরব সফরে ছিলেন। তবে তখন তিনি ওই হুইস্কির বোতলটি গ্রহণ করেছিলেন কি–না তা এখনো জানা যায়নি। 

নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ৩৯০ ডলারের কম মূল্যের কোনো উপহার নিজেরাই রাখতে পারেন। কিন্তু এর চেয়ে বেশি মূল্যের হলে তাঁদের সেই উপহার কিনে নিতে হয়। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, সরকার ওই হুইস্কির বোতলের জন্য কোনো অর্থ পরিশোধ করেনি।

উপহারের হুইস্কির বোতল এভাবে লাপাত্তা হয়ে যাওয়ার ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিতর্কিত হতে পারে– এই আশঙ্কায় যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকেও প্রকাশ্যে কিছু বলা হচ্ছে না। তবে এ ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ওই সূত্র। 

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর আইনজীবী জানিয়েছেন, এই হুইস্কির বোতল সম্পর্কে পম্পেও কিছুই জানেন না।

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা