যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন প্রায় ২ হাজার লোক করোনায় আক্রান্ত মারা যাচ্ছেন, যা ছাড়িয়ে গেছে ১৯১৮-১৯ সালের স্প্যানিশ ফ্লুকেও। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রে স্প্যানিশ ফ্লু মহামারিতে প্রাণ হারিয়েছিলেন ৬ লাখ ৭৫ হাজারের বেশি আমেরিকান। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানির সংখ্যা এখন ৬ লাখ ৭৬ হাজারের বেশি। এছাড়া দেশটির ৪ কোটি ২২ লাখ ৯১ হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে করোনাভাইরাস।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় বলছে, ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু মহামারির সময় যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা ছিল দেশটির বর্তমান জনসংখ্যার তিন ভাগের এক ভাগেরও কম। যার অর্থ এই সময়ের হিসাব যদি ধরা হলে যুক্তরাষ্ট্রে স্প্যানিশ ফ্লুতে মোট মৃত্যু বর্তমানের ২২ লাখ মৃত্যুর সমান।