হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

গর্ভপাতের পক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে মিছিল

গর্ভপাতের অধিকারের সমর্থনে যুক্তরাষ্ট্রজুড়ে মিছিল করেছে হাজার হাজার মানুষ। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে গর্ভপাত নিষিদ্ধ করে নতুন করে প্রণীত একটি আইনের বিরুদ্ধে ও গর্ভপাতের সমর্থনে স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে এই মিছিল হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৯৭৩ সালের একটি আইনের মাধ্যমে যুক্তরাষ্ট্রজুড়ে গর্ভপাতের বৈধতা দেওয়া হয়েছিল। এ নিয়ে আগামী কয়েক মাসের মধ্যে মার্কিন সুপ্রিম কোর্টে ওই আইনের ওপর শুনানি হবে। ওই আইনে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এই শুনানির আগ দিয়ে দেশটির হাজার হাজার মানুষ গর্ভপাতের সমর্থনে রাস্তায় মিছিল করেছে।

রাজধানী ওয়াশিংটন ডিসিতে গর্ভপাতের পক্ষে বিক্ষোভকারীদের সুপ্রিম কোর্ট ভবনের উদ্দেশে মিছিল করতে দেখা গেছে। এ সময় অনেকে ‘গর্ভপাত বৈধ করুন’ লেখা প্ল্যাকার্ড হাতে মিছিলে অংশ নেন। তবে শুরুর দিকে গর্ভপাতের পক্ষে থাকা দুই ডজন আন্দোলনকারী এই বিক্ষোভে বাধা দেন।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোচুল গতকাল শনিবার গর্ভপাতবিরোধী দুটি সমাবেশে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, গর্ভপাতের অধিকার নিয়ে লড়াইয়ে আমি অসুস্থ ও ক্লান্ত হয়ে পড়েছি। গর্ভপাতের বৈধতার আইন দেশে প্রচলিত একটি আইন। কেউ সেটি আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কখনোই পারবে না।

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া

ক্যারিবীয় সাগরে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

অধিবাসীদের নগদ অর্থ দিয়ে গ্রিনল্যান্ড ‘কেনার’ কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ জাহাজে আছেন ৩ ভারতীয়

মার্কিন পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন একজন কবি