হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

একের পর এক ফ্লাইট বিলম্ব, জেটব্লুকে ২০ লাখ ডলার জরিমানা

ছবি: সংগৃহীত

জেটব্লু এয়ারওয়েজকে ২০ লাখ ডলার ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ (ইউএসডিওটি)। কারণ, এই সংস্থা ঘন ঘন বিলম্বিত ফ্লাইট পরিচালনা করেছে।

শুক্রবার রয়টার্স জানিয়েছে, দেরি করে ফ্লাইট পরিচালনা করার জন্য কোনো এয়ারলাইনসের বিরুদ্ধে এই প্রথমবারের মতো জরিমানা আরোপ করল ইউএসডিওটি।

জানা গেছে, একটি সম্মতিপত্রের অংশ হিসেবে জেটব্লুকে ১০ লাখ ডলার জরিমানা দিতে হবে। বাকি অর্থ ক্ষতিগ্রস্ত যাত্রীদের ক্ষতিপূরণ দিতে ব্যবহার করা হবে।

এ ছাড়া শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে জেটব্লু এয়ারওয়েজকে আগামী এক বছরের মধ্যে তিন ঘণ্টা বা তার বেশি সময় বিলম্বিত কিংবা বাতিল হওয়া ফ্লাইটের জন্য যাত্রীদের ন্যূনতম ৭৫ ডলারের ভাউচার প্রদান করতে হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগের বিষয়ে কোনো দায় স্বীকার না করলেও মামলা-মোকদ্দমার খরচ এবং অনিশ্চয়তা এড়াতে এই মীমাংসায় সম্মত হয়েছে জেটব্লু কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ জানিয়েছে, ২০২২ ও ২০২৩ সালে জেটব্লু বারবার বিলম্বিত ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে নিউইয়র্ক থেকে র‍্যালি-ডারহাম, ফোর্ট লডারডেল, অরল্যান্ডো এবং ফোর্ট লডারডেল থেকে উইন্ডসর লক্স, কানেকটিকাটের ফ্লাইটগুলো অন্তর্ভুক্ত।

ইইএসডিওটির মতে, জেটব্লুর চারটি ক্রমাগত বিলম্বিত ফ্লাইটে মোট ৩৯৫টি বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটেছে। এই ফ্লাইটগুলো মাসে ৫০ শতাংশের বেশি নির্ধারিত সময়ের ৩০ মিনিটের বেশি দেরিতে পৌঁছেছে বা বাতিল হয়েছে।

বলা হচ্ছে, জেটব্লুর এই জরিমানা যাত্রীসেবার মান উন্নত করতে এবং ভবিষ্যতে ক্রমাগত বিলম্ব প্রতিরোধে এয়ারলাইনস ইন্ডাস্ট্রির জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প