হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

রুশ ও মার্কিন গোয়েন্দাপ্রধানদের মধ্যে চুক্তি যেকোনো সময়

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফ (বায়ে) ও রাশিয়ার গোয়েন্দা সংস্থা এসভিআরের প্রধান সের্গেই নারিশকিন। ছবি: সংগৃহীত

রাশিয়ার গোয়েন্দা সংস্থা এসভিআরের প্রধান সের্গেই নারিশকিন জানিয়েছেন, তিনি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং দুজনের মধ্যে যেকোনো সময় যোগাযোগ করার একটি সমঝোতা হয়েছে। আজ রোববার প্রকাশিত এক মন্তব্যে এমন কথা জানান নারিশকিন।

এ বিষয়ে তিনি ক্রেমলিনপন্থী সাংবাদিক পাভেল জরুবিনকে বলেছেন, ‘আমার মার্কিন সহকর্মীর সঙ্গে একটি ফোনালাপ হয়েছে এবং আমরা একে অপরের সঙ্গে যেকোনো সময় যোগাযোগ করার সুযোগ রেখে দিয়েছি, যাতে আমাদের যৌথ আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায়।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোভিয়েত যুগের কেজিবির বিখ্যাত ‘ফার্স্ট চিফ ডিরেক্টরেট’-এর উত্তরসূরি এই এসভিআর গোয়েন্দা সংস্থা এবং মার্কিন সিআইএ বহু দশক ধরে একে অপরের প্রতিদ্বন্দ্বী সংস্থা হিসেবে পরিচিত। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর দুই পক্ষই জনসম্মুখে গুপ্তচর সংগ্রহের অভিযান জোরদার করেছিল।

রাশিয়ান সংবাদমাধ্যমের তথ্যমতে, নারিশকিনের সঙ্গে সিআইএর পরিচালকের শেষ ফোনালাপ হয়েছিল গত মার্চে।

উল্লেখ্য, এসভিআর ও সংস্থাটির পূর্বসূরিরা যুক্তরাষ্ট্রে আলোচিত ও দুর্ধর্ষ কিছু গুপ্তচর কর্মকাণ্ড পরিচালনা করেছে। এর মধ্যে একটি উদাহরণে জুলিয়াস রোজেনবার্গের নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য। সোভিয়েত ইউনিয়নকে তিনি পারমাণবিক গোপন তথ্য সরবরাহ করেছিলেন। এ ছাড়া রবার্ট হ্যানসেন ও অলড্রিচ এমস নামের দুই গুপ্তচর হাজার হাজার মার্কিন গোপন তথ্য ফাঁস করেছিলেন।

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে শ্রম আইন লঙ্ঘন: ৩ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিচ্ছে স্টারবাকস

ট্রাম্পের এমআরআই পরীক্ষার রিপোর্টে যা আছে

‘শিগগির ক্ষমতা ছাড়’—মাদুরোকে ট্রাম্পের আলটিমেটাম

আমার মাথায় সমস্যা নেই, বিশ্বাস না হলে এমআরআই রিপোর্ট দেখাব—সাংবাদিকদের ট্রাম্প

ভেনেজুয়েলা ইস্যুতে হোয়াইট হাউসে জরুরি বৈঠক ডেকেছেন ট্রাম্প