হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কংগ্রেস অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত ট্রাম্পের উপদেষ্টা স্টিভ ব্যানন

কংগ্রেস অবমাননার দুটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ ব্যানন। যুক্তরাষ্ট্রের একটি আদালত এই অভিযোগে তাঁকে দোষী বলে সাব্যস্ত করেছে। ৬৮ বছর বয়সী এই কূটনীতিবিদ গত বছর ক্যাপিটল হিল দাঙ্গার ঘটনায় শুনানির বিষয়ে কংগ্রেস কমিটিকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযোগের ফলে স্টিভ ব্যাননকে দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ২ লাখ ডলার জরিমানা করা হতে পারে। আগামী ২১ অক্টোবর তাঁর দণ্ডের মেয়াদ ঘোষণার দিন ধার্য করা হয়েছে। 

মামলার এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আদালতের বাইরে স্টিভ ব্যানন সাংবাদিকদের বলেছেন, তিনি এই মামলার রায় বদলে দেবেন। তিনি বলেছেন, ‘আমরা হয়তো এখানে আজকের লড়াই হেরে গেছি, কিন্তু এই যুদ্ধে আমরা হারতে যাচ্ছি না।’ ব্যাননের আইনজীবী বলেছেন, তাঁরা এক ‘বুলেটপ্রুফ আপিলের’ মাধ্যমে এই রায় বদলে দেবেন।

মামলায় ব্যাননের বিপক্ষের কৌঁসুলিরা বলেছেন, ব্যানন ক্যাপিটল হিলে সংঘটিত ৬ জানুয়ারির দাঙ্গার বিষয়ে তদন্তকারী কংগ্রেসনাল কমিটির একটি ‘বাধ্যতামূলক’ আইনি সমন উপেক্ষা করে নিজেকে ‘আইনের ঊর্ধ্বে’ ভাবার চেষ্টা করেছেন।

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান কৌশলী ছিলেন ব্যানন। পরে ট্রাম্পের জয়ের পর তিনি হোয়াইট হাউসের প্রধান কৌশলবিদ হিসেবেও কাজ করেন। 

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও