হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

অবৈধ লাইভ স্ট্রিমে ৭০ লাখ ডলার হাতিয়ে নিয়ে নিউইয়র্কে দুই বাংলাদেশি অভিযুক্ত

ছবি: সংগৃহীত

একভাই থাকেন নিউইয়র্কে, আরেকজন ঢাকায়। বাংলাদেশি দুই ভাই মিলে অবৈধভাবে এনবিএল, এনবিএ ও এনএইচএ গেমস লাইভ স্ট্রিম করতেন। এর জন্য সর্বনিম্ন ১০ ডলার ফি নিতেন তাঁরা। এভাবে ৭০ লাখ ডলারের বেশি হাতিয়ে নিয়েছেন তাঁরা। শুরু তাই নয়, অবৈধভাবে লাইভ স্ট্রিম করে সংক্ষুব্ধ বিভিন্ন পক্ষের মোট ১০ কোটি ডলারের বেশি ক্ষতি করেছেন। তাঁদের মার্কিন জুরি অভিযুক্ত করেছে বলে বিচার বিভাগের বরাত দিয়ে ফরচুন ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে।

এদের মধ্যে নূর নবী চৌধুরী (৫৬) নিউ ইয়র্কের চিকটোওগাতে থাকেন। গতকাল মঙ্গলবার সকালে নূর নবী চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তাঁর ভাই মোহাম্মদ রহমান (৩৬) ঢাকায় থাকেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ‘২৪৭/টিভি স্ট্রিম’ নামে অবৈধ লাইভ স্ট্রিম চালাতেন। এর জন্য মাসিক ফি নিতেন। এর মধ্যে কপিরাইট ছাড়া লাইভ স্পোর্টস প্রোগ্রামিং ও বিভিন্ন টেলিভিশন শো প্রচার করত।

আদালতের নথি অনুযায়ী, নূর নবী চৌধুরী ও তাঁর ভাই মোহাম্মদ রহমান কয়েক বছর ধরে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁরা ‘২৪৭/টিভি স্ট্রিমের’ মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ৭০ লাখ ডলারের বেশি সাবস্ক্রিপশন ফি নিয়েছেন। অনুমান করা হচ্ছে, তাঁদের এই কর্মকাণ্ডের কারণে বৈধ কপিরাইটধারী মালিকদের ক্ষতির পরিমাণ ১০ কোটি ডলারের বেশি। আর এই কর্মকাণ্ডের জন্য তাঁরা নিজেদের পরিচয় গোপন করে অন্য একজনের পরিচয় ব্যবহার করেন।

আদালতে শুনানির সময় ফৌজদারি বিচার বিভাগের প্রধান নিকোল এম. আরজেন্টিয়ারি বলেন, ‘অভিযুক্ত দুই ভাই অনুমোদন ছাড়াই অন্যের কপিরাইট লাইভ স্পোর্টস প্রোগ্রাম ও বিভিন্ন টেলিভিশন শো প্রচার করেছে। এভাবে তাঁরা বৈধ ব্যক্তিদের অর্থনৈতিকভাবে ক্ষতি করেছে।’

ইস্টার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি ব্রিয়ন পিস বলেন, ‘আমাদের অফিস ও বিচার বিভাগ ডিজিটাল পাইরেসির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।’

হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইএসআই) নিউ ইয়র্ক ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইন চার্জ উইলিয়াম এস. ওয়াকার বলেন, ‘অভিযোগ অনুযায়ী, নূর নবী চৌধুরী ও তাঁর ভাই মোহাম্মদ রহমান নিজেদের পরিচয় গোপন করে অন্য একজনের পরিচয় ব্যবহার করে একটি অবৈধ স্ট্রিমিং সাইট পরিচালনা করছিলেন, যা বৈধ কপিরাইট মালিকদের ১০ কোটি টাকার বেশি ক্ষতি করেছে।’

‘২৪৭/টিভি স্ট্রিম’ পরিচালনার জন্য ব্যবহৃত ডোমেইন নামগুলো সরকার জব্দ করেছে। এছাড়া যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসেও তাঁদের সার্ভার জব্দ করা হয়েছে।

অভিযোগ প্রমাণিত হলে নূর নবী চৌধুরী ও তাঁর ভাই মোহাম্মদ রহমানের সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

প্রায় মার্কিন নাগরিক হয়েছিলেন তাঁরা, বাগড়া দিলেন ট্রাম্প

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বেঁচে ফেরা ২ শিক্ষার্থী বেঁচেছিলেন স্কুল জীবনেও

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

বাইডেনের সময় ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র

এপস্টাইন ফাইল: নতুন ছবিতে বিল ক্লিনটন ও বিল গেটসসহ প্রভাবশালী অনেকে

লাতিন আমেরিকাজুড়ে শিগগির ‘স্থল অভিযান’ শুরু করবেন ট্রাম্প