হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মেলানিয়াকে লেখা ‘ভ্যালেন্টাইন চিঠি’ দিয়ে ট্রাম্পের অর্থ সংগ্রহের অভিনব চেষ্টা

সমর্থকদের কাছ থেকে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে স্ত্রী মেলানিয়াকে লেখা ভালোবাসা দিবসের একটি চিঠি ব্যবহার করেছেন ট্রাম্প। বুধবার সকালে (১৪ ফেব্রুয়ারি) সমর্থকদের কাছে পাঠানো তহবিল সংগ্রহের একটি ই-মেইলে ওই চিঠিটি সংযুক্ত ছিল। চিঠির শুরুতেই ভালোবাসা প্রকাশ করে সাবেক ফার্স্টলেডি মেলানিয়াকে ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। 

ট্রাম্পের ওই চিঠিতে লেখা আছে, ‘প্রিয় মেলানিয়া, আমি তোমাকে ভালোবাসি। একের পর এক অভিযোগ, গ্রেপ্তার এবং বঞ্চনার পরও তুমি আমার পাশ থেকে সরে যাওনি। সবকিছুতেই সব সময় তুমি আমাকে সমর্থন করেছ। আজকের দিনে আমি যে অবস্থানে আছি—তোমার দেখভাল, দয়া ও উষ্ণতা ছাড়া তা কখনোই সম্ভব ছিল না। তুমি আমার পুরো পৃথিবী, মেলানিয়া। তোমার স্বামী ডোনাল্ড জে ট্রাম্প।’ 

মেলানিয়াকে লেখা এই চিঠিটি অসংখ্য রিপাবলিকান সমর্থকের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে ‘সেন্ড ইয়্যুর লাভ’ লেখা একটি ক্লিক বাটনও ছিল। এখানে ক্লিক করলেই সমর্থকদের সামনে ভেসে ওঠে অর্থ অনুদানের জন্য একটি ওয়েবসাইটের পেইজ। সেখানে সর্বনিম্ন অনুদান হিসেবে ২০.২৪ ডলারের একটি অপশন রয়েছে। পাশাপাশি যাঁরা ডোনাল্ড ট্রাম্পকে সর্বকালের সেরা প্রেসিডেন্ট মনে করেন, তাঁরা চাইলে ৪৭ ডলার থেকে শুরু করে ১০০, ২৫০, ৫০০, ১ হাজার, ৩ হাজার ৩০০ ডলার কিংবা যত খুশি পর্যন্ত অনুদান দিতে পারবেন। 

গত মাসে মায়ের মৃত্যুর পর থেকে মেলানিয়া ট্রাম্পকে আর জনসমক্ষে দেখা যায়নি। তবে গত শনিবার রাতে তিনি তাঁর স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডার বাসভবন মার-এ-লাগোতে যান বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। 

২০০৪ সালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মেলানিয়া। বিয়ে করেছিলেন পরের বছরের জানুয়ারিতে। ২০০৬ সালে এই দম্পতির একমাত্র পুত্র ব্যারনের জন্ম হয়।

এইচ–১বি ভিসার ফি বাড়ানোয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

বাইডেনের সময় ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র

এপস্টাইন ফাইল: নতুন ছবিতে বিল ক্লিনটন ও বিল গেটসসহ প্রভাবশালী অনেকে

লাতিন আমেরিকাজুড়ে শিগগির ‘স্থল অভিযান’ শুরু করবেন ট্রাম্প

বড় কোম্পানি থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান মার্কিন জরিপকারীর, সমালোচনার ঝড়

গর্ভে সন্তান আছে কি না পরীক্ষা করে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

মোদি-ট্রাম্প ফোনালাপ