হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মেলানিয়াকে লেখা ‘ভ্যালেন্টাইন চিঠি’ দিয়ে ট্রাম্পের অর্থ সংগ্রহের অভিনব চেষ্টা

সমর্থকদের কাছ থেকে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে স্ত্রী মেলানিয়াকে লেখা ভালোবাসা দিবসের একটি চিঠি ব্যবহার করেছেন ট্রাম্প। বুধবার সকালে (১৪ ফেব্রুয়ারি) সমর্থকদের কাছে পাঠানো তহবিল সংগ্রহের একটি ই-মেইলে ওই চিঠিটি সংযুক্ত ছিল। চিঠির শুরুতেই ভালোবাসা প্রকাশ করে সাবেক ফার্স্টলেডি মেলানিয়াকে ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। 

ট্রাম্পের ওই চিঠিতে লেখা আছে, ‘প্রিয় মেলানিয়া, আমি তোমাকে ভালোবাসি। একের পর এক অভিযোগ, গ্রেপ্তার এবং বঞ্চনার পরও তুমি আমার পাশ থেকে সরে যাওনি। সবকিছুতেই সব সময় তুমি আমাকে সমর্থন করেছ। আজকের দিনে আমি যে অবস্থানে আছি—তোমার দেখভাল, দয়া ও উষ্ণতা ছাড়া তা কখনোই সম্ভব ছিল না। তুমি আমার পুরো পৃথিবী, মেলানিয়া। তোমার স্বামী ডোনাল্ড জে ট্রাম্প।’ 

মেলানিয়াকে লেখা এই চিঠিটি অসংখ্য রিপাবলিকান সমর্থকের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে ‘সেন্ড ইয়্যুর লাভ’ লেখা একটি ক্লিক বাটনও ছিল। এখানে ক্লিক করলেই সমর্থকদের সামনে ভেসে ওঠে অর্থ অনুদানের জন্য একটি ওয়েবসাইটের পেইজ। সেখানে সর্বনিম্ন অনুদান হিসেবে ২০.২৪ ডলারের একটি অপশন রয়েছে। পাশাপাশি যাঁরা ডোনাল্ড ট্রাম্পকে সর্বকালের সেরা প্রেসিডেন্ট মনে করেন, তাঁরা চাইলে ৪৭ ডলার থেকে শুরু করে ১০০, ২৫০, ৫০০, ১ হাজার, ৩ হাজার ৩০০ ডলার কিংবা যত খুশি পর্যন্ত অনুদান দিতে পারবেন। 

গত মাসে মায়ের মৃত্যুর পর থেকে মেলানিয়া ট্রাম্পকে আর জনসমক্ষে দেখা যায়নি। তবে গত শনিবার রাতে তিনি তাঁর স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডার বাসভবন মার-এ-লাগোতে যান বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। 

২০০৪ সালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মেলানিয়া। বিয়ে করেছিলেন পরের বছরের জানুয়ারিতে। ২০০৬ সালে এই দম্পতির একমাত্র পুত্র ব্যারনের জন্ম হয়।

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প