হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

গণতন্ত্র রক্ষায় ন্যাটোকে একাট্টা হওয়ার আহ্বান বাইডেনের

ঢাকা: গণতন্ত্র রক্ষায় ন্যাটোকে একাট্টা হয়ে লড়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বেলজিয়ামের ব্রাসেলসে আজ স্থানীয় সময় সোমবার অনুষ্ঠিত নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) ৩১তম সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

ন্যাটো সম্মেলনে জো বাইডেন বলেন, ‌আমাদের সময়ে চ্যালেঞ্জগুলো মোকাবিলা ও সাধারণ মানুষের চাহিদা পূরণের সামর্থ্য গণতন্ত্রের এখনো আছে। এটি আমাদের মানুষদের কাছে এবং গোটা বিশ্বের কাছে আমাদের প্রমাণ করতে হবে।'

প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো ন্যাটো সম্মেলনে এবারই যোগ দেন জো বাইডেন। সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি বলেন, মানুষের জন্য যে স্বৈরতন্ত্র কোনো বিকল্প হতে পারে না, তা বিশ্বের সামনে প্রমাণের দায়িত্বটা পড়ে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর ওপর।

গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জো বাইডেনের অন্যতম প্রতিশ্রুতি ছিল গণতন্ত্রের জন্য একটি বৈশ্বিক সম্মেলন করার। এখনো তেমন কিছু দেখা না গেলেও বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিষয়টি এরই মধ্যে তিনি উপস্থাপন করছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, জো বাইডেন তাঁর বক্তব্যে দুর্নীতি, ঘৃণার রাজনীতিসহ বেশ কিছু বিষয়কে চিহ্নিত করেছেন, যা গণতন্ত্র ধারনাটিরই ক্ষতিসাধন করছে।

সম্মেলন শেষে দেওয়া এ বক্তব্যে বাইডেন বলেন, ‌ন্যাটো সদস্যদের অবশ্যই দুর্নীতি নির্মূলে কাজ করতে হবে। একই সঙ্গে ঘৃণার রাজনীতি ও উপরভাসা জনতুষ্টিবাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। গণতান্ত্রিক বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে বিনিয়োগ করতে হবে, যাতে গণতান্ত্রিক মূল্যবোধগুলো সুরক্ষিত থাকে।

প্রসঙ্গত, বেলজিয়ামের ব্রাসেলসের স্থানীয় সময় আজ সোমবার ন্যাটোর ৩১তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথমবারের মতো যোগ দেন জো বাইডেন। ইউরোপ ও উত্তর আমেরিকার ৩০ দেশের এই জোটের সম্মেলনের পাশাপাশি সম্মেলনের ফাঁকে বেশ কয়েকজন রাষ্ট্রনেতার সঙ্গে তিনি মুখোমুখি বৈঠক করেন।

সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন ন্যাটো চুক্তির পঞ্চম অনুচ্ছেদ রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যাক্ত করেন। এই অনুচ্ছেদে বলা হয়েছে, ন্যাটোভুক্ত একটি দেশের হামলাকে সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় নিরাপত্তার এই মৌল ভিত্তিটিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র অন্য দেশের নিরাপত্তার জন্য কেন এত ব্যয় করবে। এতে এমনকি জোটের অস্তিত্ব নিয়েই সংশয় দেখা দিয়েছিল। কিন্তু বাইডেন এবার পঞ্চম অনুচ্ছেদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন জানিয়ে মার্কিন মিত্রদের আশ্বস্ত করলেন। জানিয়ে রাখলেন যে, বিশ্ব মঞ্চে যুক্তরাষ্ট্র আবারও ফিরে এসেছে।

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা