হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ভার্জিনিয়ায় বাড়িতে বিস্ফোরণে দমকলকর্মী নিহত, আহত ১১

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভার্জিনিয়ার স্টার্লিং নামক এলাকায় একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে একজন দমকলকর্মী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১১ জন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই বিস্ফোরণ ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় দমকল বিভাগের সহকারী প্রধান জেমস উইলিয়ামস বিস্ফোরণটিকে ‘সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন। স্থানীয় সময় গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাস্তায় এবং আশপাশে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়িটির ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে।

উইলিয়ামস আরও বলেন, তদন্তের জন্য স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ভার্জিনিয়ার স্টার্লিংয়ের বাড়িটিতে অগ্নিনির্বাপক এবং উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছিল। তবে তদন্তের জন্য তাঁদের পাঠানো হয়েছিল কি না, তা খুলে বলেননি তিনি। উইলিয়ামস জানান, অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মীরা বাড়িটিতে পৌঁছানোর পরপরই বিস্ফোরণটি ঘটে।

বিস্ফোরণের পরপরই ৯ জন অগ্নিনির্বাপক কর্মী এবং দুজন বেসামরিক নাগরিককে কাছাকাছি অবস্থিত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান উইলিয়ামস। তিনি বলেন, আহতদের মধ্যে কারও কারও অবস্থা গুরুতর, আবার কয়েকজনের অবস্থা অপেক্ষাকৃত কম গুরুতর।

স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজের পাশাপাশি সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করা ছবি এবং ভিডিওতে বাড়িটির ধোঁয়াটে ধ্বংসাবশেষ দেখা গেছে। সেই বাড়ির ধ্বংসাবশেষ উঠানসহ রাস্তায় ছড়িয়ে আছে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের