নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে কোলোনোস্কপি করা হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এ সময় তিনি প্রেসিডেনশিয়াল ক্ষমতা ছেড়ে দেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে। ৫৭ বছর বয়সী কমলা ৮৫ মিনিটের জন্য মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
গতকাল শুক্রবারের এ ঘটনার মধ্য দিয়ে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার ইতিহাস গড়লেন তিনি। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। তবে কমলা হ্যারিস প্রেসিডেন্টের কার্যালয় ব্যবহার করেননি।
বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর জানিয়েছেন, তাঁকে চেতনানাশক দেওয়া হয়েছিল। এখন তিনি সুস্থ আছেন। প্রেসিডেন্টের ৭৯তম জন্মদিনের আগে তাঁকে এমন পরীক্ষা করা হলো।