হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

গাজায় আরও ২৮ জন নিহত, কয়েকটি জনবসতি খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মুসল্লিরা যখন কোরবানি করছেন পশু, তখন গাজার বাসিন্দারা নিজেরাই কোরবানি হচ্ছেন। ঈদের মধ্যেও গাজায় অব্যাহত ইসরায়েলি বর্বরতা। আজ শনিবার ভোরের আলো ফোটার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন কমপক্ষে ২৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, শরণার্থীশিবিরের তাঁবুগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী—আইডিএফ। সূত্রের তথ্য অনুযায়ী, সকাল থেকে ১৫টি মরদেহ এসেছে খান ইউনিসের নাসের হাসপাতালে। অন্যদিকে, গাজা সিটির আল শিফা হাসপাতালে নেওয়া হয়েছে সাতটি মরদেহ।

নিহতদের মধ্যে কমপক্ষে পাঁচজন উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে ত্রাণকেন্দ্রের কাছে ইসরায়েলি গুলিতে নিহত হয়েছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানা গেছে। আল-জাজিরার গাজা প্রতিনিধিকে নাসের মেডিকেল কমপ্লেক্সের কর্মীরা এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত বিতর্কিত মানবিক সংস্থা গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের দেওয়া ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১১০ ফিলিস্তিনি নিহত হলেন। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, নতুন করে উত্তর গাজার বেশ কয়েকটি জনবসতি খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে, বসতিগুলো খালি করে বাসিন্দারা কোথায় যাবে তা পরিষ্কার করে জানায়নি আইডিএফ। এসব এলাকায় বড়সড় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে, তারা জাবালিয়ার দুটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোতে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলার পর আড়াই শ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠীটি। ইসরায়েলের দাবি ওই হামলায় নিহত হয়েছে ১ হাজার ২০০ জন। জবাবে ওই দিনই গাজা উপত্যকায় সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। ২০ মাস ধরে চলা এই আগ্রাসনে ফিলিস্তিনের সরকারি হিসাবে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন সাড়ে ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি। তবে, বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, প্রকৃত সংখ্যা আরও অনেক বড়।

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি