হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাইডেনের নির্বাচনী প্রচারণার কৌশল নির্ধারণ করছেন স্টিভেন স্পিলবার্গ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দীর্ঘদিন ধরেই সমর্থন করে আসছেন দেশটির প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। অতীতে তিনি বাইডেনের হয়ে নির্বাচনী তহবিল সংগ্রহেও কাজ করেছেন। তবে বাইডেনের নির্বাচনী প্রচারণা কৌশল নির্ধারণ করে দিচ্ছেন স্পিলবার্গ—শুনতে অবাক করার মতো হলেও এমনটাই ঘটছে। 

বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি জানিয়েছে, আগামী আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে বাইডেনের অংশগ্রহণের বিষয়টির কৌশল নির্ধারণ করছেন স্টিভেন স্পিলবার্গ। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সূত্রের নাম প্রকাশ করেনি এনবিসি। 

চলতি বছরের ১৯ আগস্ট থেকে শুরু করে ২২ আগস্ট পর্যন্ত চলবে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন। এই কনভেনশনে মূলত দলীয় প্রার্থীদের মধ্য থেকে একজনকে চূড়ান্ত পর্যায়ের জন্য মনোনীত করা হয় আনুষ্ঠানিকভাবে। ১৮৩২ সাল থেকেই ডেমোক্রেটিক পার্টি প্রতি চার বছর পরপর এই কনভেনশন আয়োজন করে থাকে। 

সূত্রটি জানিয়েছে, স্পিলবার্গ এরই মধ্যে কনভেনশনের আয়োজকদের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠকে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন বাইডেনের পক্ষ থেকে। অবশ্য মার্কিন গণমাধ্যম পাক এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে। 

এর আগে, গত বছরের ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ার বাইডেনের নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্টিভেন স্পিলবার্গ। এ ছাড়া সংগীত শিল্পী ও অভিনেত্রী বারবার স্ট্র্যাইস্যান্ড, পরিচালক রব রেইনার, রেকর্ডিং দুনিয়ার ধনকুবের ডেভিড গ্যাফেন ও অন্যান্যরাও এতে অংশ নিয়েছিলেন। 

স্পিলবার্গের বন্ধু ও একসময়ের ব্যবসায়িক অংশীদার জেফরি ক্যাজেনবার্গও বাইডেনের নির্বাচনী প্রচারণা কমিটির কো-চেয়ার। তিনিও গত ডিসেম্বরে লস অ্যাঞ্জেলসে নিজ বাড়িতে বাইডেনের জন্য তহবিল সংগ্রহে এক বৈঠকের আয়োজন করেছিলেন। যেখানে স্পিলবার্গও উপস্থিত ছিলেন।

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও