হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন, বিশ্বাস বাইডেনের 

ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনটি বিশ্বাস করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে মার্কিন গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে বাইডেন বলেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালানো হবে। কয়েক দিনের মধ্যে এই হামলা হবে। 

তবে রাশিয়া বাইডেনের এমন দাবি অস্বীকার করেছে। 

বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিশ্বাস, রাশিয়ান বাহিনী আগামী সপ্তাহে ইউক্রেনে হামলার পরিকল্পনা করছে। এই মুহূর্তে আমি নিশ্চিত যে পুতিন হামলার সিদ্ধান্ত নিয়েছেন।’ 

পশ্চিমা দেশগুলোর শঙ্কা, রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর জন্য অজুহাত খুঁজছে। 

মার্কিন যুক্তরাষ্ট্র অনুমান করছে যে ইউক্রেনের ভেতরে ও কাছাকাছি ১ লাখ ৬৯ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার রুশ সেনা রয়েছে। এই পরিসংখ্যানে পূর্ব ইউক্রেনের দোনেস্ক ও লুহানস্কের ভেতরে রাশিয়ান সমর্থিত যোদ্ধারাও রয়েছে। 

এদিকে শুক্রবার রাশিয়ার সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা দোনেস্ক ও লুহানস্ক শহরের নেতারা তাদের বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ইউক্রেনে হামলার আশঙ্কা থেকেই তাঁরা এমন নির্দেশ দেন।

তবে ইউক্রেন জানিয়েছে, তাঁদের হামলার পরিকল্পনা নেই। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, রাশিয়া বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে।

‘ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র’— ট্রাম্পের মন্তব্যের পরদিনই রুবিওর ইউটার্ন

ভেনেজুয়েলার বর্তমান প্রশাসন যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে ফের হামলা: ট্রাম্প

‘ভালো মানুষ’ মোদি ট্রাম্পকে ‘খুশি’ করতে চাওয়ার পরও নতুন শুল্কের হুমকি

কলম্বিয়ায় হামলা চালানোর প্রস্তাব ভালো, পতনে উন্মুখ কিউবা: ট্রাম্প

নিউইয়র্কের বন্দিশালায় মাদুরো: শিগগির বিচার শুরু হবে

ভেনেজুয়েলা এখন কে চালাচ্ছে—স্পষ্ট করলেন না রুবিও

ভেনেজুয়েলায় ঢুকে মাদুরোকে অপহরণ: মার্কিন আইনপ্রণেতাদের তোপের মুখে ট্রাম্প

ট্রাম্পের হুমকিতে ঘনীভূত হচ্ছে আরেক সংকট, রাশিয়ার দ্বারস্থ হতে পারে কিউবা

পশ্চাদ্দেশ সামলে চলুন—কলম্বিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্প

ভেনেজুয়েলায় আক্রমণ যুদ্ধের শামিল—ট্রাম্পের কড়া সমালোচনা মামদানির