হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম

মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ক্ষমতাসীন মোরেনা পার্টির প্রার্থী ক্লদিয়া শিনবাউম। এর মাধ্যমে ক্লদিয়া হচ্ছেন মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

গতকাল রোববার রাতে মেক্সিকোর ইলেক্টোরাল ইনস্টিটিউট আইএনইয়ের প্রকাশিত ভোটের তথ্য এ কথা জানিয়েছে। আইএনই অনুসারে, জলবায়ু বিজ্ঞানী ও মেক্সিকো সিটির প্রাক্তন মেয়র শিনবাউম ৫৮ দশমিক ৩ থেকে ৬০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে ভূমিধস জয় পেয়েছেন। মেক্সিকোর গণতান্ত্রিক ইতিহাসে এটাই সর্বোচ্চ ভোট।

অন্যদিকে, প্রাথমিক ফলাফল অনুসারে, বিরোধী প্রার্থী জোচিল গ্যালভেজ ২৬ দশমিক ৬ থেকে ২৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন।

মেক্সিকোয় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয় গতকাল রোববার। মোরেনা পার্টি ইতিমধ্যে ক্লদিয়া শিনবাউমকে দেশের নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করেছে।

দেশটির বর্তমান প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের উত্তরসূরি হতে যাচ্ছেন ক্লদিয়া শিনবাউম। দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ক্লদিয়ার পরামর্শদাতা ওব্রাডরের জনপ্রিয়তা তার (ক্লদিয়া শিনবাউম) জয়ের পেছনেও ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষমতাসীন জোট কংগ্রেসের উভয় কক্ষেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার পথে আছে। এই সংখ্যাগরিষ্ঠতা ক্ষমতাসীন জোটকে বিরোধীদের সমর্থন ছাড়াই সাংবিধানিক সংস্কার পাস করতে দেবে।

ক্লদিয়া শিনবাউমের উদ্দেশে সমর্থকেরা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বলে উল্লাস করছিল। তাঁদের প্রতি শিনবাউম বলেন, ‘প্রজাতন্ত্রের ২০০ বছরের ইতিহাসে আমি হতে যাচ্ছি মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট।’

তার এই জয় মূলত মেক্সিকোয় এক নতুন ইতিহাসই তৈরি করল। কারণ, যে দেশটি পুরুষালি সংস্কৃতিতে বিশ্বাসী, সেই দেশই এই প্রথম একজন নারীকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল। উল্লেখ্য, শিনবাউম আগামী ১ অক্টোবর ক্ষমতা গ্রহণ করবেন এবং এরপর দায়িত্ব পালন করবেন পরবর্তী ছয় বছর।

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প