ইউক্রেনে গণহত্যা চালাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আইওয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেন প্রসঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা বলেছেন। এ সময় তিনি ইউক্রেনে আরও বেসামরিক লোকজন হত্যা এবং দেশটির পূর্বাঞ্চলে নতুন রুশ আক্রমণের সম্ভাবনা রয়েছে বলেও জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করায় যুক্তরাষ্ট্রে গ্যাসের ক্রমবর্ধমান মূল্য রোধের পরিকল্পনা প্রসঙ্গে বাইডেন সাংবাদিকদের বলেন, ‘প্রায় অর্ধেক পৃথিবী দূরে কোনো এক স্বৈরশাসক যুদ্ধ ঘোষণা করেছে, গণহত্যা চালাচ্ছে—এর জন্য আপনাদের পারিবারিক ব্যয় বৃদ্ধি কিংবা আপনার গ্যাসের ক্রয়ের সক্ষমতা কোনোটাই বাড়বে না।’
এর আগে বাইডেন পুতিনকে যুদ্ধাপরাধী বললেও এই প্রথম তিনি ইউক্রেনের ঘটনা বর্ণনা করতে গিয়ে ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করলেন। বাইডেন পরে তাঁর বক্তব্যের সমর্থনে আরও বলেন, ‘ইউক্রেনে পুতিন মানুষের মধ্য থেকে ইউক্রেনের নাগরিক হতে চাওয়ার যে ইচ্ছা, তা মুছে ফেলার চেষ্টা করছেন।’
বাইডেন আরও বলেন, ‘আমি এটিকে গণহত্যা বলেছি কারণ, বিষয়টি এখন দিবালোকের মতো স্পষ্ট এবং এটাও পরিষ্কার হয়ে গেছে যে, পুতিন মানুষের মধ্য থেকে ইউক্রেনের নাগরিক হতে চাওয়ার ইচ্ছা মুছে ফেলার চেষ্টা করছেন—এমন ঘটনাবলির প্রমাণ দিনদিন বৃদ্ধি পাচ্ছে।’
বাইডেন আরও বলেন, ‘যদিও আমরা আইনের মাধ্যমে আন্তর্জাতিকভাবেই সিদ্ধান্ত নেব যে এটি গণহত্যা কি না, তবে আমি নিশ্চিত যে বিষয়টি তাই-ই এবং আমার কাছে নিশ্চিতভাবে সেরকমটাই মনে হচ্ছে।’