হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেন ইস্যুতে উত্তপ্ত পুতিন ও বাইডেন 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন ইস্যুতে নাক গলালে মস্ত বড় ভুল করবে ওয়াশিংটন। পাল্টা জবাবে ইউক্রেন আক্রমণ করলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার এক ফোনালাপে এ ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় করেন দুই নেতা। যদিও আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান খোঁজায় আশাবাদী তাঁরা। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫০ মিনিটের এই ফোনালাপে রাশিয়া ও পশ্চিমা সমর্থিত ইউক্রেনের মধ্যে কূটনৈতিক সহযোগিতা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন দুই নেতা। ফলে এই অঞ্চলে চলমান উত্তেজনা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুজনেই। এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার ফোনালাপ পুতিন ও বাইডেনের। 
 
তবে ইউক্রেন আক্রমণ করলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, তার মিত্র ও অংশীদাররা—এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন প্যাসকি। 

এমন কিছু ঘটবে না বলে আশাবাদী মস্কোর পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভ। যদিও পুতিনের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, ওয়াশিংটন কোনো ভুল পদক্ষেপ নিলে বসে থাকবে না মস্কো। তবে জানুয়ারিতে জেনেভায় অনুষ্ঠিতব্য বৈঠকে ইউক্রেন ইস্যুতে ভালো ফলাফল আশা করছে রাশিয়া, যোগ করেন তিনি। 

পশ্চিমাদের ধারণা, রাশিয়া ইউক্রেন সীমান্তে কয়েক হাজার সৈন্য জড়ো করেছে। তারা আশঙ্কা করছেন, ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ দখলের মতো মস্কো ইউক্রেনও দখল করে নিতে পারে। এই উত্তেজনা কমাতে বাইডেন ও পুতিনের মধ্যে আগামী বছরের ১০ জানুয়ারি জেনেভায় আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

ভিত্তিহীন অভিযোগে হার্ভার্ডের অধ্যাপককে গ্রেপ্তার করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে শ্রম আইন লঙ্ঘন: ৩ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিচ্ছে স্টারবাকস

ট্রাম্পের এমআরআই পরীক্ষার রিপোর্টে যা আছে

‘শিগগির ক্ষমতা ছাড়’—মাদুরোকে ট্রাম্পের আলটিমেটাম