হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেন ইস্যুতে উত্তপ্ত পুতিন ও বাইডেন 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন ইস্যুতে নাক গলালে মস্ত বড় ভুল করবে ওয়াশিংটন। পাল্টা জবাবে ইউক্রেন আক্রমণ করলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার এক ফোনালাপে এ ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় করেন দুই নেতা। যদিও আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান খোঁজায় আশাবাদী তাঁরা। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫০ মিনিটের এই ফোনালাপে রাশিয়া ও পশ্চিমা সমর্থিত ইউক্রেনের মধ্যে কূটনৈতিক সহযোগিতা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন দুই নেতা। ফলে এই অঞ্চলে চলমান উত্তেজনা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুজনেই। এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার ফোনালাপ পুতিন ও বাইডেনের। 
 
তবে ইউক্রেন আক্রমণ করলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, তার মিত্র ও অংশীদাররা—এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন প্যাসকি। 

এমন কিছু ঘটবে না বলে আশাবাদী মস্কোর পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভ। যদিও পুতিনের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, ওয়াশিংটন কোনো ভুল পদক্ষেপ নিলে বসে থাকবে না মস্কো। তবে জানুয়ারিতে জেনেভায় অনুষ্ঠিতব্য বৈঠকে ইউক্রেন ইস্যুতে ভালো ফলাফল আশা করছে রাশিয়া, যোগ করেন তিনি। 

পশ্চিমাদের ধারণা, রাশিয়া ইউক্রেন সীমান্তে কয়েক হাজার সৈন্য জড়ো করেছে। তারা আশঙ্কা করছেন, ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ দখলের মতো মস্কো ইউক্রেনও দখল করে নিতে পারে। এই উত্তেজনা কমাতে বাইডেন ও পুতিনের মধ্যে আগামী বছরের ১০ জানুয়ারি জেনেভায় আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মামদানির বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগ ইসরায়েলের

নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে সদ্য আঁকা যিশুর ছবি ২৭ লাখ ডলারে বেচলেন ট্রাম্প

বিক্ষোভে উত্তাল ইরান, হস্তক্ষেপে ‘প্রস্তুত হয়ে বসে আছে’ যুক্তরাষ্ট্র

আমরা আর দেরি করব না—দায়িত্ব নিয়েই মামদানির ঘোষণা

২০২৫ সালে মোট কয়টি দেশে বোমা ফেলেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে শুধু বিয়েই যথেষ্ট নয়

কোরআন ছুঁয়ে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার