হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কেনটাকিতে বন্যায় ১৫ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের কেনটাকিতে প্রবল বন্যায় ভেসে গেছে স্থানীয়দের ঘরবাড়ি। বাড়ছে বন্যায় নিহতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশার জানিয়েছেন, মৃত্যু এবং ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বাড়তে পারে। বার্তা সংস্থার রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড এবং পুলিশ বন্যায় আটকে পড়াদের উদ্ধারে নৌকা ব্যবহারের পাশাপাশি হেলিকপ্টার ব্যবহার করে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত বেশ কয়েক ডজন মানুষকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের প্রকাশ করা একাধিক ভিডিও থেকে দেখা গেছে—বন্যার তীব্রতা এত বেশি যে, কোথাও কোথাও বন্যা ঘরের ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। রাস্তাগুলোতে এত বেশি পানি জমেছে যেন তা নদীতে পরিণত হয়েছে। 

রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশার টুইটারে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, ‘এখন পর্যন্ত ১৫ জন কেনটাকির নাগরিককে হারিয়েছি। আশঙ্কা রয়েছে—এই সংখ্যা আরও বাড়তে পারে। এমনকি বর্তমানের চেয়ে দ্বিগুণ ছাড়িয়ে যেতে পারে।’ তিনি আরও জানান, বন্যার ফলে এখন পর্যন্ত প্রায় ২৩ হাজারেরও বেশি ঘরবাড়ি এবং ব্যবসায় প্রতিষ্ঠান বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বেশার আরও জানিয়েছেন, এখন পর্যন্ত ৩ শতাধিক লোককে উদ্ধার করা হয়েছে। 

বেশার আরও বলেছেন, ‘পরিস্থিতি এমনই চলছে। আমরা এখনো উদ্ধার তৎপরতার মধ্যেই রয়েছি। আগামী কয়েক দিন আমাদের জন্য খুবই কঠিন হতে যাচ্ছে। আমাদের একটি লম্বা সময় পুনর্গঠনের মধ্য দিয়ে যেতে হবে। আমরা যথেষ্ট শক্ত রয়েছি। আমরা এই পুনর্গঠনকে সম্ভবপর করে তুলবই।’ 

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা