হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

চীনের চোখ রাঙানি উপেক্ষা করেই তাইওয়ান যেতে পারেন ন্যান্সি পেলোসি

চীনের চোখ রাঙানি উপেক্ষা করেই তাইওয়ান সফরে যেতে পারেন মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। স্থানীয় সময় আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। 

নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় আগামী মঙ্গলবার রাতে ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে যেতে পারেন। পেলোসি এরই মধ্যে তাঁর এশিয়া সফরে সিঙ্গাপুর পৌঁছেছেন আজ সোমবার। তবে এই বিষয়ে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানায়নি। 

এদিকে, তাইওয়ান সফর নিয়েও এক জটিল পরিস্থিতির উদ্ভব হয়েছে। মার্কিন বা চীনা পক্ষ কেউই কোনো ছাড় দিতে রাজি নয়। এই অবস্থায় চীন–যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্নায়ুযুদ্ধেরও শুরু হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।  

এর আগে, পেলোসিকে বহনকারী একটি বিমান দুদিন আগে হাওয়াই থেকে উড্ডয়ন করেছিল তাইওয়ানের উদ্দেশ্যে। জবাবে চীনা নৌবাহিনী মুহুর্মুহু গুলি ও রকেট ছুড়ে থাকে তাইওয়ান প্রণালিতে। পরে পেলোসি তাঁর বিমান ঘুরিয়ে চলে যান অন্য দিকে। 

গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং পেলোসির তাইওয়ান সফরের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ‘আগুন নিয়ে খেললে পুড়তে হবে।’ তার একদিন পর, জাতিসংঘে নিযুক্ত চীনা উপ–রাষ্ট্রদূত গেং শুয়াংও একই ধরনের সতর্কবার্তা উচ্চারণ করেন। তারপরও পেলোসি তাইওয়ান সফর করবেন কিনা সেই বিষয়ে ধোঁয়াশা রয়েছে। 

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ