হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

৫৬ ডিগ্রি সেলসিয়াসের গরম উপভোগ করতে ডেথ ভ্যালিতে পর্যটকের ভিড়

তীব্র গরমের জন্য বিখ্যাত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ডেথ ভ্যালি। ১৯১৩ সালে ওই এলাকার তাপমাত্রা ৫৬ দশমিক ৬৭ শতাংশ হয়ে রেকর্ড গড়েছিল। এবার এক শতাব্দীরও বেশি সময় আগের সেই তাপমাত্রা ছাড়িয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তীব্র সেই গরম অনুভব করার জন্য এলাকাটিতে আস্তানা গাড়ছেন অসংখ্য পর্যটক। 

যুক্তরাজ্যভিত্তিক ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর সবচেয়ে গরম স্থান ডেথ ভ্যালিতে এখন পর্যটকের ঢল নেমেছে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই ওই এলাকাটির তাপমাত্রা ৫৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। 

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সেবা সংস্থা ডেথ ভ্যালিতে তীব্র গরম অনুভূত হওয়ার পূর্বাভাস দিয়েছে। এ অবস্থায় সেখানে অবস্থান করা পর্যটকদের চরম সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। তবে সতর্কবার্তায় ডেথ ভ্যালিতে যেতে ইচ্ছুক পর্যটকদের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। 

পরিস্থিতির বর্ণনা দিয়ে ডেথ ভ্যালি পার্কের রেঞ্জার জিওভান্না পোন্স বলেন, ‘আমরা প্রচুর পর্যটক দেখতে পাচ্ছি। তাঁরা সবাই তাপমাত্রা নির্দেশক বিশাল থার্মোমিটারের সঙ্গে ছবি তুলতে চান। তাঁরা এমন গরম পরিবেশে থাকতে কেমন লাগে তা উপভোগ করতে চান।’ 

ডেথ ভ্যালির গরম উপভোগ সম্পর্কে সেখানে অবস্থান করা পর্যটক অ্যালেসিয়া ডেম্পস্টার বলেন, ‘খুব গরম! যখন বাতাস থাকে, আপনি ভাববেন—এটি আপনাকে তাপ থেকে কিছুটা রেহাই দেবে। কিন্তু আসলে মনে হবে একটি হেয়ার ড্রাইয়ারের বাতাস আপনার মুখের ওপর দিয়ে চলে যাচ্ছে।’ 

পার্ক রেঞ্জার নিকোল অ্যান্ডলার বলেন, ‘মনে হচ্ছে সূর্য আপনার ত্বকের ভেতর ঢুকে গেছে এবং আপনার হাড়ের মধ্যে প্রবেশ করছে।’ 

মজার বিষয় হলো—‘দ্য হিট উইল কিল ইউ ফার্স্ট’ বইটির লেখক জেফ ফুডেল গরম উপভোগ করা পর্যটকদের নিয়ে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘আমি চরম তাপ নিয়ে একটি বই লিখে চার বছর অতিবাহিত করেছি। কিন্তু একটি জিনিস কল্পনাও করিনি যে, মস্তিষ্ক গলে যাওয়ার মতো তাপমাত্রা পর্যটকদের আকর্ষণে পরিণত হবে।’ 

বিশ্ব আবহাওয়া সংস্থার র‍্যান্ডি সেভার্নি বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ধরনের তাপমাত্রা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বেঁচে ফেরা ২ শিক্ষার্থী বেঁচেছিলেন স্কুল জীবনেও

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

বাইডেনের সময় ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র

এপস্টাইন ফাইল: নতুন ছবিতে বিল ক্লিনটন ও বিল গেটসসহ প্রভাবশালী অনেকে

লাতিন আমেরিকাজুড়ে শিগগির ‘স্থল অভিযান’ শুরু করবেন ট্রাম্প

বড় কোম্পানি থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান মার্কিন জরিপকারীর, সমালোচনার ঝড়

গর্ভে সন্তান আছে কি না পরীক্ষা করে ভিসা দেবে যুক্তরাষ্ট্র