রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মা হতে চেয়ে ট্রলের শিকার হয়েছেন মার্কিন অভিনেত্রী আনালিন ম্যাককর্ড। ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধ বন্ধের অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বলিখিত একটি কবিতা পাঠ করেন। সেখানেই তিনি পুতিনের মা হওয়ার ইচ্ছার কথা জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়।
অনলাইনে এ নিয়ে ট্রলের শিকার হয়েছেন এই আনালিন। কেউ কেউ তাঁকে আত্মপ্রেমী বলে আখ্যায়িত করেছেন।
২ মিনিটের ২০ সেকেন্ডের ভিডিওতে আনালিন ম্যাককর্ড বলেন, প্রিয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আমি খুবই দুঃখিত যে আমি আপনার মা ছিলাম না।
গতকাল বৃহস্পতিবার সকালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর আনালিন ভিডিওটি পোস্ট করেন।
ওই ভিডিওতে আনালিনকে আরও বলতে শোনা যায়, ‘পুতিন, আমি যদি তোমার মা হতাম, পৃথিবী যদি ঠান্ডা হতো, আমি তোমাকে উষ্ণ করতে মরে যেতাম। আমি তোমাকে জীবন দিতে মরে যেতাম।’
যদিও ৩৪ বছর বয়সী অভিনেত্রী কবিতাটিতে রূপক অর্থ ব্যবহার করেছেন, তবে অনেক নেটিজেন তাঁকে আত্মপ্রেমী বলে আখ্যা দিয়েছেন।
একজন নেটিজেন ব্যঙ্গাত্মকভাবে টুইট বার্তায় লেখেন, এটা অবশ্যই তাকে থামাবে!! আপনি অনেক শক্তিশালী এবং সাহসী অ্যানালিন ম্যাককর্ড। ইনস্টাগ্রামে একজন ব্যবহারকারী লেখেন, আপনি যদি যুদ্ধ বন্ধ করার চেষ্টা করেন, তবে আপনাকে আপনার ছড়া খেলা শুরু করতে হবে। এটি কোনো ঘুম পাড়ানোর গান বলার সময় না।