হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পুতিনের মা হতে চেয়ে ট্রলের শিকার মার্কিন অভিনেত্রী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মা হতে চেয়ে ট্রলের শিকার হয়েছেন মার্কিন অভিনেত্রী আনালিন ম্যাককর্ড। ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধ বন্ধের অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বলিখিত একটি কবিতা পাঠ করেন। সেখানেই তিনি পুতিনের মা হওয়ার ইচ্ছার কথা জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়।

অনলাইনে এ নিয়ে ট্রলের শিকার হয়েছেন এই আনালিন। কেউ কেউ তাঁকে আত্মপ্রেমী বলে আখ্যায়িত করেছেন।

২ মিনিটের ২০ সেকেন্ডের ভিডিওতে আনালিন ম্যাককর্ড বলেন, প্রিয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আমি খুবই দুঃখিত যে আমি আপনার মা ছিলাম না। 

গতকাল বৃহস্পতিবার সকালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর আনালিন ভিডিওটি পোস্ট করেন। 

ওই ভিডিওতে আনালিনকে আরও বলতে শোনা যায়, ‘পুতিন, আমি যদি তোমার মা হতাম, পৃথিবী যদি ঠান্ডা হতো, আমি তোমাকে উষ্ণ করতে মরে যেতাম। আমি তোমাকে জীবন দিতে মরে যেতাম।’ 

যদিও ৩৪ বছর বয়সী অভিনেত্রী কবিতাটিতে রূপক অর্থ ব্যবহার করেছেন, তবে অনেক নেটিজেন তাঁকে আত্মপ্রেমী বলে আখ্যা দিয়েছেন।

একজন নেটিজেন ব্যঙ্গাত্মকভাবে টুইট বার্তায় লেখেন, এটা অবশ্যই তাকে থামাবে!! আপনি অনেক শক্তিশালী এবং সাহসী অ্যানালিন ম্যাককর্ড। ইনস্টাগ্রামে একজন ব্যবহারকারী লেখেন, আপনি যদি যুদ্ধ বন্ধ করার চেষ্টা করেন, তবে আপনাকে আপনার ছড়া খেলা শুরু করতে হবে। এটি কোনো ঘুম পাড়ানোর গান বলার সময় না।

 

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা