যুক্তরাষ্ট্রের ওহাইওর আকরন শহরে জেল্যান্ড ওয়াকার নামের এক কৃষ্ণাঙ্গ তরুণকে গাড়ি থামাতে বলে পুলিশ। কিন্তু ওই তরুণ গাড়ি না থামিয়ে পালাতে চেষ্টা করলে পুলিশ কর্মকর্তারা তাঁকে অনুসরণ করেন এবং তাঁকে লক্ষ্য করে গুলি করতে থাকেন। পরে তাঁর শরীর থেকে ৬০ টির বেশি গুলি পাওয়া যায়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার ওই হত্যাকাণ্ডের একটি ভিডিও ফুটেজ প্রকাশ পায়। ওই ভিডিওতে দেখা যায়—ওয়াকারকে তাড়া করে গুলি করছিলেন ৮ পুলিশ কর্মকর্তা।
তবে, সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশ এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও ফুটেজ দেখায়। এর মধ্যে একটিতে দেখা গেছে ২৫ বছর বয়সী জেল্যান্ড ওয়াকারের গাড়ি থেকেও পুলিশের দিকে গুলি বর্ষণ করা হচ্ছিল। ভিডিওতে আরও দেখা যায়, তাড়া করার কয়েক মিনিট পর গাড়ি থেকে নেমে গিয়ে দৌড়াতে থাকেন ওয়াকার। এ প্রসঙ্গে পুলিশ বলছে, তাঁদের কাছে মনে হয়েছিল ওয়াকার পুলিশের দিকে আসছেন এবং তাঁর কাছে অস্ত্র রয়েছে। পরে তাঁর গাড়ি থেকে একটি অস্ত্র উদ্ধারও করা হয়।
তবে ওয়াকারের আইনজীবী ববি ডিকেলো বলছেন, ‘এমন কোনো প্রমাণ নেই। ছোট্ট একটি ট্রাফিক আইন ভঙ্গের কারণে তাঁকে তাড়া করছিল পুলিশ।’
এদিকে, কৃষ্ণাঙ্গ জেল্যান্ড ওয়াকারের হত্যার বিচারের দাবিতে গত রোববার আকরনের রাস্তায় নেমে আসে কয়েক শ মানুষ। ২০২০ সালে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার মতোই এ হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন তারা। এ সময় বহুল আলোচিত পতাকা ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ ওড়ানো হয়।