হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাইডেন ছেলেকে ক্ষমা করবেন না, জানালেন হোয়াইট হাউস সেক্রেটারি

অস্ত্র আইনে ও কর ফাঁকির অভিযোগে মামলায় দণ্ডের মুখে থাকা ছেলে হান্টারকে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমা করবেন কি না—এ প্রশ্নের জবাবে জোরালোভাবে ‘না’ বলেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান বলে সিএনএন এক প্রতিবেদনে বলেছে।

ব্রিফিংয়ের আগে গত বুধবার ফেডারেল আদালতে শুনানির পর বাইডেন ছেলের সঙ্গে কথা বলেছেন কি না, সে বিষয়ে কথা বলতে রাজি হননি জ্যঁ-পিয়েরে।

প্রেস ব্রিফিংয়ে জ্যঁ-পিয়েরে বলেন, ‘আমি গতকাল যা বলেছি তার চেয়ে বেশি কিছু বলতে চাইছি না। এটি হান্টার ও বাইডেনের ব্যক্তিগত বিষয়। বিচার বিভাগ এ বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে। এটি ট্রাম্পের নিযুক্ত প্রসিকিউটর পরিচালনা করেছে।’

গত মাসে হান্টারের বিরুদ্ধে অভিযোগের ওঠার পর হোয়াইট হাউসের মুখপাত্র ইয়ান সামস এক বিবৃতিতে সাংবাদিকদের বলেছিলেন, ‘প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি তাদের ছেলেকে ভালোবাসেন এবং তাকে সমর্থন করেন। কারণ হান্টার জীবন নতুন করে গড়ার চেষ্টা করছেন। এ বিষয়ে আমাদের আর কোনো মন্তব্য নেই।’

তবে হোয়াইট হাউস হান্টারের আইনি সমস্যার বিষয়ে মন্তব্য করা এড়িয়ে গেছে। এ বিষয়ে জানতে বিচার বিভাগ এবং হান্টার-বাইডেনের ব্যক্তিগত আইনি দলকে জিজ্ঞাসার জন্য অনুরোধ করেছে।

গত বুধবার দুটি কর ফাঁকি মামলায় হান্টারের দোষ স্বীকারের পর প্রসিকিউটরেরা তাঁর জামিনের জন্য সুপারিশের চেষ্টা করেছিলেন। তবে শুনানির একপর্যায়ে জামিনের আদেশ বাতিল করেন বিচারক।

ট্রাম্প যুগের বিচার বিভাগ ২০১৮ সালে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত শুরু করে। হান্টারের শত মিলিয়ন ডলারের বিদেশি ব্যবসায়িক লেনদেনের সঙ্গে মানি লন্ডারিং এবং বিদেশি লবিং আইন লঙ্ঘন করেছেন কি না তা তদন্ত করেছে। ফেডারেল তদন্তকারীরা হান্টার বাইডেনের অবৈতনিক কর এবং অস্বাভাবিক ব্যয়ের দিকেও নজর দিয়েছিলেন।

তদন্তে নেতৃত্ব দিয়েছেন মার্কিন অ্যাটর্নি ডেভিড ওয়েইস। তাকে ডোনাল্ড ট্রাম্প নিযুক্ত করেছিলেন। তবে জো বাইডেন বা হোয়াইট হাউস কখনো তদন্তে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এদিকে তদন্ত চলকালে হান্টার বাইডেন সুদ এবং জরিমানাসহ সব ট্যাক্স বিল সম্পূর্ণরূপে পরিশোধ করেছিলেন।

শুল্ক থেকে ৬০০ বিলিয়ন ডলারের বেশি পেতে যাচ্ছি, এখন আমরা অনেক বেশি সম্মানিত: ট্রাম্প

মাদুরোর পতন: জুয়ার মার্কেটে রহস্যময় বাজি, এক রাতে কোটিপতি জুয়াড়ি কি ট্রাম্পঘনিষ্ঠ কেউ

ট্রাম্পের নিশানায় ৪ দেশ

আমি নির্দোষ, এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট—নিউইয়র্কের আদালতে মাদুরো

যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা নেয় অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার: ট্রাম্প

মাদুরোর হয়ে লড়বেন অ্যাসাঞ্জকে কারামুক্ত করা সেই আইনজীবী

ট্রাম্পের মামলা সামলানো বিচারকের হাতেই মাদুরোর ভাগ্য

নিউইয়র্কের আদালতে সাধারণ কয়েদির বেশে মাদুরো—চাইতে পারেন দায়মুক্তি

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের বাড়িতে হামলা, আটক ১

ভারতের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়ে ট্রাম্প: ‘মোদি ভালো মানুষ, কিন্তু আমাকে খুশি করতে পারেনি’