হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নির্বাচন থেকে সরে দাঁড়াতে ‘বুড়ো’ বাইডেন ও ট্রাম্পের প্রতি রমনির আহ্বান

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার জন্য জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন সিনেটর মিট রমনি। নিজের অবসর নিয়ে গত বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন ও ট্রাম্পের প্রতি এই আহ্বান জানান তিনি।

বয়স বেড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে এ সময় ৭৬ বছর বয়সী রমনি জানান, সিনেটর পদে আর লড়বেন না তিনি। একই কারণে বাইডেন ও ট্রাম্পকেও রাজনীতি থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি। মিট রমনি বলেন, ‘এখন নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জায়গা করে দেওয়ার সময়।’

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ২০ বছর ধরে আছেন মিট রমনি। এর মধ্যে এই রিপাবলিকান নেতা ম্যাসাচুসেটসের গভর্নর হিসেবে পাঁচ বছর দায়িত্বে ছিলেন। সাম্প্রতিক বছরগুলোয় বাইডেন এবং ট্রাম্প দুজনেরই সমালোচনায় সোচ্চার হতে দেখা গেছে তাঁকে। ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত সিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

সিনেটর পদে আর নির্বাচন না করার সিদ্ধান্ত জানিয়ে গত বুধবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন মিট রমনি। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত গ্রহণের পেছনে বড় ভূমিকা রেখেছে তাঁর বয়স।

ভিডিওতে মিট রমনি বলেন, ‘আরেক মেয়াদ শেষে আমার বয়স ৮০ পেরিয়ে যাবে। সত্যি বলতে, এখন সময় নতুন প্রজন্মের নেতাদের। আমি নির্বাচনে না লড়লেও অন্যান্য লড়াই থেকে অবসর নিচ্ছি না।’

জো বাইডেনের বয়স এখন ৮০। ট্রাম্পের ৭৭। তাঁদের নেতৃত্বে এখন আর উচ্ছ্বসিত নন মিট রমনি। বিবিসির সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মিট রমনি বলেছেন, ‘এই দুজনের কারও থেকেই নেতৃত্বের ব্যাপারে আর দারুণ কিছু আসবে বলে মনে করি না আমি। প্রেসিডেন্ট বাইডেন ও ট্রাম্প দুজনেই যদি সরে দাঁড়ান তবে দারুণ হয়। এতে দুই পার্টিই নতুন প্রজন্মের নেতাদের বাছাই করতে পারবে।’

মিট রমনি বলেন, ‘বাইডেন এবং ম্যাককনেলকে (মিচেল ম্যাককনেল) দেখে নিজেকেই বলি, ওদের দুজনের বয়সই ৮০। কয়েক দিন পর আমারও ৮০ হবে। কেবল নিজের অহং এবং আত্মসম্মানের জন্য নির্বাচন করতেই থাকব, ব্যাপারটা এমনটি নয়।’

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা