হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বার্গার খেতে শপিং মলে ১০ হাজার লোকের ভিড়

একটি নতুন বার্গারের দোকান খোলা হবে। এর জন্য হাজার হাজার লোক এসে ভিড় করল শপিং মলে। ভাবছেন গুল মারা হচ্ছে? একদমই নয়। এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আমেরিকান ড্রিম মল নামের শপিং মলে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত রোববার শপিং মলটিতে ‘মিস্টার বিস্ট’ নামের বার্গারের দোকানের উদ্বোধন হয়। উদ্বোধনের দিনই দোকানটি থেকে বার্গার খাওয়ার জন্য এবং এর মালিকের সঙ্গে একবার সাক্ষাতের জন্য সেখানে জড়ো হন ১০ হাজারের বেশি মানুষ। এতক্ষণে নিশ্চয় প্রশ্ন জাগছে, দোকানটি কার? 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব জিমি ডোনাল্ডসন এই বার্গারের দোকানের মালিক। বার্গার নিয়ে তাঁর ব্যবসার শুরু অবশ্য আগেই। বিশ্বের ১ হাজার এলাকায় তাঁর ব্র্যান্ডের বার্গার সরবরাহের শুরু হয় ২০২০ সালেই। এবার সত্যিকার অর্থেই বার্গারের দোকান খুলে বসলেন তিনি। 

জিমি ডোনাল্ডসন কতটা জনপ্রিয়? বিবিসি জানাচ্ছে, ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ১০ কোটির বেশি। রয়েছে বিরাট ভক্তকুল। এই ভক্তরাই আমেরিকান ড্রিম মলে মিস্টার বিস্ট বার্গার শপের উদ্বোধনের দিনে হাজির হয়েছিলেন শুধু বার্গার খেতে নয়, জিমিকে একনজর কাছ থেকে দেখার জন্য। 

সামাজিক যোগাযোগমাধ্যমের অন্য তারকাদের চেয়ে জিমি এখানে কিছুটা আলাদা। অনেক তারকাই নিজেদের খ্যাতি কাজে লাগিয়ে ব্যবসায় নামছেন ঠিক, কিন্তু কেউ আর সত্যিকারের রেস্তোরাঁ খুলে বসছেন না। উদাহরণ হিসেবে জিমির কথাই বলা যায়। ২০২০ সালে নিজ ব্র্যান্ডের বার্গার বাজারে আনলেও সেই বার্গার কিন্তু তিনি বা তাঁর পরিচালিত কোনো রেস্তোরাঁয় বানানো হতো না। সেগুলো বিদ্যমান অন্য রেস্তোরাঁগুলো বানাত এবং মিস্টারবিস্ট ব্র্যান্ডনেমে বিক্রি করত। ভালোই চলছিল। কিন্তু জিমি এবার নিজেই রসুই নিয়ে হাজির হলেন ভক্তদের বার্গার খাওয়াতে। এর আগে তিনি গত জানুয়ারিতেই নিজস্ব চকলেট কোম্পানি চালু করেন। গত এপ্রিলে তিনি জানান, চকলেট বিক্রি থেকে তিনি এরই মধ্যে ১৩ লাখ ডলার আয় করেছেন।

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া