মিডিয়া মোগল খ্যাত রুপার্ট মারডক ও অভিনেত্রী-মডেল জেরি হলের বিবাহবিচ্ছেদ হতে চলেছে। বিয়ের মাত্র ছয় বছরের মাথায় এ দম্পতির বিচ্ছেদ হচ্ছে। মার্কিন একাধিক গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
৯১ বছর বয়সী রুপার্ট মারডকের এটি চতুর্থ বিচ্ছেদ। আর ৬৫ বছরের জেরি হলের দ্বিতীয়। এর আগে প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী মিক জ্যাগারকে বিয়ে করেছিলেন জেরি।
২০১৬ সালে লন্ডনে বিয়ে হয় রুপার্ট মারডক আর জেরি হলের। এই দম্পতির বিচ্ছেদ নিয়ে মারডকের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। জেরির মুখপাত্রও বিচ্ছেদের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রুপার্ট মারডক ও জেরি হলের বিচ্ছেদের খবরে তাঁদের কাছের মানুষেরা বিস্মিত হয়েছেন। এমনকি বিয়ের পর মারডক টুইটারে লেখেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ও সুখী মানুষ।’
অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত মার্কিন ধনকুবের রুপার্ট মারডক যুক্তরাষ্ট্রে ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, ইংল্যান্ডে দ্য সান ও দ্য টাইমসের মতো সংবাদমাধ্যমের মালিক। মারডকের বর্তমান সম্পদ ১৭ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার।