৯-১১ হামলার ২০তম বার্ষিকী আগামী শনিবার। এ উপলক্ষে সন্ত্রাসী হামলার তিনটি স্থানেই যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সঙ্গে থাকবেন ফার্স্ট লেডি জিল বাইডেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর চারটি বিমান ছিনতাই করে বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়। দুটি বিধ্বস্ত হয় নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার ভবনে। তৃতীয়টি পেন্টাগনের সদর দপ্তরের পশ্চিম অংশে এবং চতুর্থটি আছড়ে পড়ে পেনসিলভানিয়ার একটি মাঠে। প্রায় ৩০ হাজার মানুষ মারা যান।