হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে ফের বাড়ছে সংক্রমণ, মাস্ক পরার নির্দেশনা

করোনায় বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। করোনার নতুন ডেলটা ধরনেই সংক্রমণ বাড়ছে। এমন পরিস্থিতিতে দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ফের মাস্ক পরার নির্দেশনা দিয়েছে। সংবাদমাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) এক নির্দেশনায় সিডিসি জানায়, যেসব এলাকায় ডেলটার সংক্রমণ বেশি, সেসব এলাকার মানুষকে অবশ্যই ঘরে এবং বাইরে মাস্ক পরতে হবে। টিকা নিয়েছেন বা নেননি, এমন সবাইকে মাস্ক পরে চলতে হবে। এ ছাড়া স্কুলের ভেতরে শিক্ষক, শিক্ষার্থী ও পরিদর্শনে যাওয়া লোকজনকে মাস্ক পরা বাধ্যতামূলক করার পরামর্শও দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সিডিসির পরিচালক রোচেল ওয়ালেনস্কি বলেন, আগের ধরনের চেয়ে করোনার নতুন ডেলটা ধরন বেশ আলাদা ও উদ্বেগজনক। সব মার্কিনি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য নির্দেশনায় পরিবর্তন আনতে হয়েছে।

এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্রে সংক্রমণের হার কমে এলে মাস্ক পরার ক্ষেত্রে বাধ্যবাধকতা শিথিল করা হয়। সিডিসি তখন বলেছিল, টিকা নিয়েছেন এমন লোকজনের ঘরে মাস্ক পরতে হবে না।

প্রসঙ্গত, ৪ জুলাইয়ের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা স্থির করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। ফলে দেশটিতে ফের করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

বাইডেন প্রশাসনের মহামারিবিষয়ক শীর্ষ উপদেষ্টা অ্যান্থনি ফাউচি বলেন, ‘করোনা বারবার রূপ বদলাচ্ছে। আমরা মোকাবিলা করে যাচ্ছি। ভাইরাসের রূপ পাল্টানোর সঙ্গে সঙ্গে নির্দেশনায় পরিবর্তন এনে সঠিক কাজই করেছে সিডিসি।’

উল্লেখ্য, পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, করোনায় এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত হয়েছেন ৩ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার ৯২৩ জন। মোট মারা গেছেন ৬ লাখ ২৭ হাজার ৩৫১ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনার সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৫৯১ জন।

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!