হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে ফের বাড়ছে সংক্রমণ, মাস্ক পরার নির্দেশনা

করোনায় বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। করোনার নতুন ডেলটা ধরনেই সংক্রমণ বাড়ছে। এমন পরিস্থিতিতে দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ফের মাস্ক পরার নির্দেশনা দিয়েছে। সংবাদমাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) এক নির্দেশনায় সিডিসি জানায়, যেসব এলাকায় ডেলটার সংক্রমণ বেশি, সেসব এলাকার মানুষকে অবশ্যই ঘরে এবং বাইরে মাস্ক পরতে হবে। টিকা নিয়েছেন বা নেননি, এমন সবাইকে মাস্ক পরে চলতে হবে। এ ছাড়া স্কুলের ভেতরে শিক্ষক, শিক্ষার্থী ও পরিদর্শনে যাওয়া লোকজনকে মাস্ক পরা বাধ্যতামূলক করার পরামর্শও দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সিডিসির পরিচালক রোচেল ওয়ালেনস্কি বলেন, আগের ধরনের চেয়ে করোনার নতুন ডেলটা ধরন বেশ আলাদা ও উদ্বেগজনক। সব মার্কিনি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য নির্দেশনায় পরিবর্তন আনতে হয়েছে।

এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্রে সংক্রমণের হার কমে এলে মাস্ক পরার ক্ষেত্রে বাধ্যবাধকতা শিথিল করা হয়। সিডিসি তখন বলেছিল, টিকা নিয়েছেন এমন লোকজনের ঘরে মাস্ক পরতে হবে না।

প্রসঙ্গত, ৪ জুলাইয়ের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা স্থির করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। ফলে দেশটিতে ফের করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

বাইডেন প্রশাসনের মহামারিবিষয়ক শীর্ষ উপদেষ্টা অ্যান্থনি ফাউচি বলেন, ‘করোনা বারবার রূপ বদলাচ্ছে। আমরা মোকাবিলা করে যাচ্ছি। ভাইরাসের রূপ পাল্টানোর সঙ্গে সঙ্গে নির্দেশনায় পরিবর্তন এনে সঠিক কাজই করেছে সিডিসি।’

উল্লেখ্য, পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, করোনায় এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত হয়েছেন ৩ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার ৯২৩ জন। মোট মারা গেছেন ৬ লাখ ২৭ হাজার ৩৫১ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনার সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৫৯১ জন।

কোরআন ছুঁয়ে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প