হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

সিরীয় যোদ্ধাদের নিয়োগ দেওয়ার চেষ্টা করছে রাশিয়া: যুক্তরাষ্ট্র 

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে সিরীয় যোদ্ধাদের নিয়োগ দেওয়ার চেষ্টা করছে রাশিয়া। এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বাস করেন যে তাকে বিদেশি যোদ্ধাদের ওপর নির্ভর করতে হবে। 

 ২০১৫ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে সেনা অভিযান চালিয়েছিল। এটি সিরিয়া যুদ্ধের মোড় পাল্টে দিয়েছিল। 

গত সোমবার, ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, রাশিয়ান সামরিক বাহিনী সম্প্রতি সিরিয়া থেকে যোদ্ধাদের নিয়োগ করছে। নগর যুদ্ধে তাদের দক্ষতা কিয়েভ দখলে সাহায্য করতে পারে। 

সিরিয়ার দেইর ইজ্জোর প্রকাশনার তথ্য অনুযায়ী, ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া থেকে স্বেচ্ছাসেবকদের দুইশ থেকে তিনশ মার্কিন ডলারের বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই চুক্তিটি প্রাথমিক অবস্থায় ছয় মাসের জন্য। যদিও মার্কিন কর্মকর্তাদের এমন অভিযোগের প্রতিক্রিয়া দেখায়নি মস্কো। 

তবে কত সিরীয় যোদ্ধাদের নিয়োগ দেওয়ার চেষ্টা করছে রাশিয়া তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেনি জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা।

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা